আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙন

গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে, ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। আমার দু'চোখে যেন নদীর ভাঙন, ইচ্ছে করে সব কিছু ভেঙে ফেলি, পৃথিবীটাকে টুকরো টুকরো করে ভাঙি, ঐ ফিউজ হয়ে যাওয়া এনার্জিসেভিং বাল্ব, কফিমগ, আধভাঙা কাঁচের জানালা, আমার নিত্য নিজেকে সাজিয়ে তোলার শখের আয়নাটা আছড়ে আছড়ে ভাঙি, সব গুড়িয়ে যাক ঝনঝন শব্দে। ইচ্ছে করে সব সুন্দর আজ তছনছ করি, লালগুলো সব হোক নিকষ কালো, পূর্নতারা হোক ভয়ংকর শূন্যতা। দিনের আলো ঢেকে যাক পূর্ন সূর্যগ্রহণে। জনসমুদ্র হোক জনমানবহীন এক অরণ্য। অসারের তর্জন গর্জন সার, নিজের ভেতর গুমড়ে মরা, ক্ষয়ে ক্ষয়ে যাওয়। আর কিছু না পারি শুধু ভাঙন ভাঙন বলে চিত্‍কার আমি দিতেই পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।