আমাদের কথা খুঁজে নিন

   

ভোলায় মেঘনার ভাঙন

শিবপুরের ভোলা খালের মাথা থেকে ধনিয়া ইউনিয়নের সীমানা পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় এ ভাঙন দেখা দেয়ায় গ্রামবাসী আতঙ্কের মধ্যে রয়েছে।
স্থানীয় আবদুল খালেক (৬০) বলেন, প্রতিবছরই মেঘনা ভাঙছে, কিন্তু এখনকার মতো ভাঙন তিনি অনেকদিন দেখেননি।
শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৫ দিন ধরে এ ভাঙন চলছে।
ইতোমধ্যে এখানকার ১০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শিবপুরের স্লুইস গেটটিও এখন হুমকির মুখে রয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান সিরাজুল।


ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ বলেন, তিনি একাধিকবার শিবপুরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গেছেন। ভাঙন ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকেও জরুরি ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছেন।
কিন্তু পাউবো কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানান ভাইস চেয়ারম্যান।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান সাংবাদিকদের বলেন, চলতি অর্থবছরে ভোলা শহর রক্ষা প্রকল্পের আওতায় ধনিয়া ও কাচিয়া ইউনিয়নভুক্ত ভাঙনকবলিত এলাকার জন্য ১০৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
শিবপুরের ভাঙন রোধে বরাদ্দ পাওয়া গেলে সেখানেও সিসি ব্লক স্থাপন করা হবে বলে জানান এই পাউবো কর্মকর্তা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.