আমাদের কথা খুঁজে নিন

   

ডিসিসি ভাগের সিদ্ধান্ত বাতিল নয় কেন: হাইকোর্ট

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকার আবেদনে বুধবার হাইকোর্ট সরকার ও নির্বাচন কমিশনের প্রতি এ আদেশ দিয়েছে। এ দুই আদেশ জানাতে হবে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের সচিব, স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনকে। এ জন্য সময় দেওয়া হয়েছে চার সপ্তাহ। ডিসিসিকে দুই ভাগ করতে মঙ্গলবার সংসদে পাস হওয়া বিলটি কেন ‘অসাংবিধানিক’ হবে না, তাও এদের জানাতে হবে। তবে বিএনপি নেতা খোকা রিট আবেদনে এর পাশাপাশি নতুন দুই সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ ঠেকাতে বর্তমান কাঠামোর ওপর স্থিতাবস্থা জারির আদেশ চাইলেও তা নিয়ে বিভক্ত আদেশ হয়েছে। বিচারপতি ফরিদ আহমদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চের এক বিচারক দুই সপ্তাহ স্থিতাবস্থা জারির আদেশ দিলেও অন্য জন তাতে দ্বিমত পোষণ করেন। ফলে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে যাবে। সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, এর ফলে নতুন দুই সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগে আইনগত কোনো বাধা নেই। তবে খোকার আইনজীবী আখতার ইমাম বলেছেন, বিষয়টি বিচারাধীন থাকায় সরকারের এ মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। বিস্তারিত দেখা যাক আইনের জল কোথায় গড়ায়!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.