আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা বৈশাখ - [ সাজ্জাদ ফরাজী ]

মনের মাঝে অনেক কথা ; জমাট বাঁধা আমায় কুঁড়ে কুঁড়ে খায়; আমি কবিতা লিখি না, হায় ! টুকরো টুকরো বরফ কুচি - গলে গলে কবিতা হয় । । এক দিন তোমরাও গলবে ভালবাসাতে , , ভাল বাসতে , , সে কথা বলে যায় । । ~~~// পহেলা বৈশাখ \\~~~ -- বৈশাখে এলে তোমরা কি করো ? __ অনেকেই পালন করে, গায়ে শাড়ী হাতে চুড়ি , কপালে টিপ – হাতে ফুল কোপায় ফুল পায়ে আলতা ।

-- কেন তুমি পড়ো না ? __ মশাই, লাল পেড়ে সাদা শাড়ী আর বেলী ফুলের মালা পাবো কই ? -- লাল পেড়ে সাদা শাড়ী না পরলে কি এমন ক্ষতি হবে ? __ তেমন ক্ষতি হবে না । লাল শাড়ীতে হাজারো বনফুল বেশ ভাল । -- এইবারে প্লান কি তা-ই ? __ আজ্ঞে মশাই । -- তারপর কি করো ? __ ঘর থেকে বেরিয়ে পড়ি । নতুন রিকসা দিয়ে ঘুরি ।

হাঁটতে হাঁটতে টিএসসিতে যাই, রমনাতে যাই, মেলা দেখি । -- এমন উদার দয়া তোমার ...... আমার কাছে টাকা থাকলে প্রতিদিনই একটা করে বৈশাখী মেলার আয়োজন করে তোমাকে দেখতাম । __ ইয়ার্কি ছাড়ো ! -- ইলিশ পান্তা কি ঘরে খাওয়া হবে না বাইরে ? __ স্বপ্নে ! -- বড় জটিল চোখ তোমার , , কত কিছু এক নিমিষেই খেয়ে ফেলো । __ জটিল না মশাই, ইলিশের যে দাম তাতে স্বপ্নে খাওয়াও রীতিমত বিশ্ব জয় । -- তুমি দেখি ভারী পেটুক ! ভাঁজা ইলিশের মতো গোটা বিশ্বটাকে চিবিয়ে চিবিয়ে খেতে পারো ।

__ হা হা হা ! -- যাক, আমার ভ্রম ভাঙ্গল বটে । তোমাকে পৃথিবীর নবম আশ্চার্য বলেই ধরে নিয়ে ছিলাম । __ হায় হায় ! আমার হাসির যন্ত্রনায় মানুষ পাগল হয়ে যায়, আর আপনি বলেন কী না ..... -- বড় ভয়ঙ্কর হাসি তোমার । তোমাদের বাড়ীর পাশ দিয়ে যাওয়ার পথে বেশ কিছু পাগল দেখে ছিলাম, বোধ হয়, সবাই তোমার হাসির কারনে পাগল হয়েছে ! __ অসভ্য ইতর ফাযিল শয়তান .......................। -- থামলে কেন ? বেশ শুনাচ্ছে ।

__ তা, অষ্টম আশ্চার্যটা কে শুনি ? -- সেও তুমি । অষ্ট রত্নে রূপ তোমার , নাক সাজানো নাক চাবী আর কান সাজানো দুল কালো টিপে কপাল তোমার, কোপার বাঁধন ফুল । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।