আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা আমার অহংকার খলিফা আশরাফ

স্বাধীনতা আমার অহংকার খলিফা আশরাফ তোমাকে ভালবাসি বলে হে স্বাধীনতা দুর্লঙ্ঘ দুঃখের সাগরে ঝাঁপ দিতে পারি অনায়াসে, স্বপ্নীল সকল প্রাপ্তি-প্রত্যাশা বাজী ধরে হাসি মুখে নিঃসম্বল হতে পারি যে কোন সময়, অবলীলায় বিলাতে পারি প্রাণ, পরমায়ু, তাবৎ হৃদয় ।। তোমার সান্নিদ্ধ পেতে অন্থহীন-সর্বদাহী দুপুর মাথায় করে দৃঢ় পায়ে হাঁটতে পারি নিরন্তর শোক-গাঁথা পথে, তোমার জন্য অচঞ্চল জেগে থাকে অনির্বাণ চোখ, নির্ভীক পায়ে বেজে ওঠে মিছিলের গান, ইস্পাত হাতে তুলে নেই প্রাণের পোষ্টার ।। তোমাকে বিষণ্ণ দেখলে রক্তের হোলি-খেলা সাধ জেগে ওঠে অস্থির-বুকের ভেতর, জ্বলন্ত লেলিহান চিতায় তুলে দিতে ইচ্ছে করে সমস্ত সংসার, বিনাশের বিশাল আকাঙ্ক্ষা ঠেলে ওঠে পাঁজরের অস্থি ভেদ করে ।। হে স্বপ্নের স্বাধীনতা তোমার হাসি-মুখ পুরে আমি বুকের ভেতর সারা বিশ্ব বেড়াবো ঘুরে দীপ্ত-অহংকারে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.