আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা বৈশাখ নাকি বাঙ্গালী সংস্কৃতির কোন অংশ নয়, আপনারা কিছু জানেন নাকি?

-বৈশাখ মাসের প্রথম দিন বাঙ্গালীর উৎসবের দিন। -কেন? -কারণ নিজস্ব একটা বাংলা মাস বাঙ্গালীর রয়েছে। তাই পহেলা বৈশাখকে বাঙ্গালীরা নিজেদের সংস্কৃতি মনে করে। -কিন্তু শুনলাম পহেলা বৈশাখ নাকি বাদশাহ আকবর প্রচলন করেছে। আর সে নাকি মোঙ্গলীয়ান ছিল (বাংলাদেশী ছিল না) এবং তার ভাষাও নাকি বাংলা ছিল না।

-বাংলা ও বাংলাদেশের সাথে তার কোনই সম্পর্ক নাই!!!! কথা যদি সত্য হয়, তবে তো পহেলা বৈশাখ বাঙ্গালী সংস্কৃতির কোন অংশ নয়। -ধরে নেই সেটা বাঙ্গালীর অংশ, তাহলে পহেলা বৈশাখকে মানুষ পালন করে কেন? -অনেকের ধারণা, শুরুটা ভাল হলে পুরোটাই ভাল হবে। অর্থাৎ, এটা অনেকটা মনগড়া চিন্তা ও কুসংস্কার। প্রাচীন পারস্যের পরাক্রমশালী সম্রাট জমশীদ খ্রিস্টপূর্ব ৮০০ সালে এই নওরোজের প্রবর্তন করেছিল। -কিন্তু ইসলাম তো মনগড়া ভ্রান্ত কোন আমলকে অনুমতি দেয় না, তাহলে কি এটা মুসলমানেরা পালন করতে পারবে।

-এটা মনগড়া, উপরন্তু বিধর্মীদের তর্জ‌-তরীকা। কথা যদি সত্য হয়, তবে তো পহেলা বৈশাখ মুসলমান সংস্কৃতিরও কোন অংশ নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।