আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পহেলা বৈশাখ ও আমাদের ধর্ম

বাউন্ডারীবিহীন কারাগার আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্রী। আমাদের সহপাঠী শাওন ব্লাড ক্যানসারে আক্রান্ত। আমরা ওর জন্য তহবিল গঠন করব বলে টাকা সংগ্রহ করছিলাম। একাজে আমরা একদিন গেলাম গুলশান-বনানীর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। স্কুলটার নাম মনে নাই।

অনেক বাচ্চা কাচ্চার কিচির মিচির পেরিয়ে আমরা অধ্যক্ষা ম্যাডামের সাক্ষাত পেলাম। হেজাব করেন মহিলা, উনাকে দেখে ভাল লাগছিল। আমাদের কথা উনি শুনলেন কিন্তু উনি কথা শুরু করলেন সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে। তখন এপ্রিল মাস ছিল, উনি পহেলা বৈশাখ ইসলাম পরিপন্থী, এটা আমাদের বোঝাতে লাগলেন। আমরা উনার কথায় হাঁ হুঁ করে বের হয়ে আসলাম।

আমার খুব হতাশ লাগছিল। আমি জানি সবাই একরকম চিন্তা করবে না। সবার অবশ্যই ব্যক্তিগত মতামত থাকবে কিন্তু শিশুদের একটা স্কুলের প্রধান যদি এভাবে কথা বলেন তাহলে সেই স্কুলের বাচ্চারা কি শিখবে! বাংলা আমার মায়ের ভাষা, আমার প্রতিটি হৃদস্পন্দন দিয়ে আমি তাকে ভালবাসি। আমি জানি এর থেকে মধুর আর কোন ভাষা নাই। আমার ভাষা বাংলা তাই আমি বাঙালী আর পহেলা বৈশাখকে আমি বাঙালী সংস্কৃতির অংশ মনে করি।

এটা আমার মাটির সংস্কৃতি। আমি মুসলিম; ঈদ, নামায, রোযা, যাকাত, হজ্জ আমি আমার ধর্মের অংশ বলে জানি এবং তা পালন করি। আমি বাঙালী বলে যদি পহেলা বৈশাখ পালন করি, তবে কেন তা ধর্মের পরিপন্থী হবে? রমনা বটমূলে ছায়ানটের আয়োজন, ঢাবির চারুকলা বিভাগের আয়োজন সবকিছুর ভিতরে রয়েছে আমাদের প্রানের ছোঁয়া; একঝাঁক তরুন তরুণীদের অক্লান্ত পরিশ্রম। এগুলো হচ্ছে আমাদের মাটির ভালবাসা, মাটির টান, মাটির সংস্কৃতি। ইসলাম কখনও এর পরিপন্থী হতে পারে না।

সবাইকে পহেলা বৈশাখের অগ্রিম রঙিন শুভেচ্ছা। পহেলা বৈশাখ মানেই তো অনেক রঙ, সবার জীবন অনেক রঙে ভরে উঠুক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।