আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী চাকুরী : নিয়োগ ২ লাখ ৩১ হাজার; শূণ্য ২ লাখ ৩৯ হাজার

বর্তমান সরকার গত তিন বছরে রাজস্ব ও উন্নয়ন খাতে ২ লাখ ৩১ হাজার ১৫৭ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিয়েছে। এর মধ্যে রাজস্ব খাতে ১ লাখ ৯৯ হাজার ৭১২ জন এবং উন্নয়ন খাতে ৩১ হাজার ৪৪৫ জন। তবে সরকারের ৫৭ মন্ত্রণালয় ও বিভাগে এখনো ২ লাখ ৩৯ হাজার ৭২৬টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদে নতুন করে নিয়োগের কোনো উদ্যোগ নেই। উদ্যোগ না নেওয়ার প্রধান কারণ সরকারের আর্থিক সংকট ও আমলাতান্ত্রিক জটিলতা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজস্ব খাতে নিয়োগকৃত প্রথম শ্রেণীর পুরুষ কর্মর্কতা হলেন ১৪ হাজার ১২ জন এবং মহিলা কর্মকর্তা ৪ হাজার ৩৬৬ জন। দ্বিতীয় শ্রেণীর পুরুষ কর্মকর্তা ১২ হাজার ২৬৬ জন এবং মহিলা কর্মকর্তা ৩ হাজার ৪৪৮ জন। তৃতীয় শ্রেণীর পুরুষ ৯৩ হাজার ৩৭৭ জন এবং মহিলা ৫৪ হাজার ১৭৮ জন। চতুর্থ শ্রেণীর পুরুষ ১৫ হাজার ৯১২ এবং মহিলা ২ হাজার ১৫৩ জন। উন্নয়ন খাতে নিয়োগকৃত প্রথম শ্রেণীর পুরুষ কর্মকর্তা ১ হাজার ৩২১ জন এবং মহিলা ২৮৫ জন।

দ্বিতীয় শ্রেণীর পুরুষ ৭৯৯ জন এবং মহিলা কর্মকর্তা ১২৩ জন। তৃতীয় শ্রেণীর ২০ হাজার ৫০৮ জন এবং মহিলা ৭ হাজার ৫০৭ জন। চতুর্থ শ্রেণীর পুরুষ ৭২১ জন এবং মহিলা ১৮১ কর্মচারী নিয়োগ করা হয়েছে। এদিকে সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণীর পদ রয়েছে ৪২ হাজার ১৮৮টি। দ্বিতীয় শ্রেণীর পদ রয়েছে ২৬ হাজার ৮০৭টি।

তৃতীয় শ্রেণীর পদ রয়েছে ১ লাখ ৪১ হাজার ৮৫টি ও চতুর্থ শ্রেণীর পদ রয়েছে ৬৬ হাজার ৫৪৬টি। এছাড়া সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব মিলিয়ে বর্তমানে প্রশাসনে ওএসডির সংখ্যা ৮ শতাধিক। জনপ্রশাসনে এদের পদ আছে কাজ নেই। অর্থাৎ এ ৮ শতাধিক কর্মকর্তাকে বসিয়ে রেখে বেতনভাতা দেওয়া হচ্ছে। অপচয় হচ্ছে রাষ্ট্রীয় অর্থ।

বর্তমান সরকার গত তিন বছরে রাজস্ব খাতে সবচেয়ে বেশি লোক নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন্ন প্রতিষ্ঠানে। এ মন্ত্রণালয়ে ৫৯ হাজার ৯৩৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে তৃতীয় শ্রেণীর পুরুষ ১৫ হাজার ৭২৫ জন এবং মহিলা ৪৩ হাজার ২৭৪ জন কর্মচারী। এরপর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেওয়া হয়েছে ৩০ হাজার ৭১৪ জন।

এর মধ্যে তৃতীয় শ্রেণীর কর্মচারী সবচেয়ে বেশি অর্থাৎ পুরুষ কর্মচারী ২৫ হাজার ৭১১ জন এবং মহিলা ৩ হাজার ৬৩৪ জন। শিল্প মন্ত্রণালয়ে ২ হাজার ৫৩১ জন, কৃষি মন্ত্রণালয় ২ হাজার ২২৭ জন, রেলপথ মন্ত্রণালয় ২ হাজার ৮৩ জন, সড়ক বিভাগ ১ হাজার ৪৬৭ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৮ হাজার ২৩২ জন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১৩ হাজার ৫২৯ জন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৭ হাজার ৮৩৯ জন, সশস্ত্র বাহিনী বিভাগ ১৮ হাজার ৪১৭ জন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৬৫১ জন নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের উন্নয়ন খাতে সর্বমোট নিয়োগ দেওয়া হয়েছে ৩১ হাজার ৪৪৫ জন। এ খাতে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে।

এখানে সর্বমোট নিয়োগ দেওয়া হয়েছে ২৫ হাজার ৭৭০ জন। এরপর কৃষি মন্ত্রণালয়ে ৪০০ জন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ৪৭২ জন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ৮০১ জন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৬৬৭ জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ৫৯৮ জন নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগে ২ লাখ ৩৯ হাজার ৭২৬টি পদ শূন্য রয়েছে। তবে এসব মন্ত্রণালয়-বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এ বিভাগে ৩৩ হাজার ৬৯টি পদ শূন্য রয়েছে।

এর মধ্যে প্রথম শ্রেণীর পদ রয়েছে ১২ হাজার ২৩৩টি, দ্বিতীয় শ্রেণীর পদ রয়েছে ১২ হাজার ১৬৪টি, তৃতীয় শ্রেণীর পদ রয়েছে ৪ হাজার ৮২৬টি ও চতুর্থ শ্রেণীর পদ রয়েছে ৩ হাজার ৮৪৬টি। শূন্য পদের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ে পদ শূন্য রয়েছে ২৯ হাজার ১৪৯টি। এর মধ্যে প্রথম শ্রেণীর পদ শূন্য রয়েছে ৭ হাজার ৩৩২টি, দ্বিতীয় শ্রেণীর পদ রয়েছে ১ হাজার ১৩৭টি, তৃতীয় শ্রেণীর পদ রয়েছে ১২ হাজার ৮৬০টি ও চতুর্থ শ্রেণীর পদ রয়েছে ৭ হাজার ৮২০টি। আশা করা যায় মহাজোট সরকার আগামী সময়টুকুতে সরকারী নিয়োগ সম্পন্ন করবে এবং বেকার সমস্যা লাঘবে আন্তরিক হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.