আমাদের কথা খুঁজে নিন

   

মেডিক্যাল কলেজ আর নয়: স্বাস্থ্যমন্ত্রী

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। গত তিন বছরে ২১টি বেসরকারি মেডিক্যাল কলেজ অনুমোদনের পর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, আর মেডিক্যাল কলেজের প্রয়োজন নেই। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নতুন কোনো বেসরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন হবে না। ” দেশের মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসক তৈরি করতে বর্তমানে যে কয়টি মেডিক্যাল কলেজ রয়েছে সেগুলো যথেষ্ট বলে মন্তব্য করেন ডা. রুহুল হক। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার গত তিন বছরে ২১টি বেসরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন দিয়েছে।

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “আমরা প্রয়োজনের চেয়ে বেশি চিকিৎসক তৈরি করতে চাই না। ” “নতুন মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠারও আমাদের কোনো পরিকল্পনা নেই। ” বর্তমানে দেশের ২২টি সরকারি মেডিক্যাল কলেজে ২ হাজার ৮১১টি এবং ৫৩টি বেসরকারি মেডিক্যাল কলেজে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। বর্তমান সরকার মেয়াদে সরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা ২৯ দশমিক ৪১ শতাংশ হারে বাড়লেও বেসরকারি মেডিক্যালের সংখ্যা বেড়েছে ৬৫ দশমিক ৬২ শতাংশ। ২১টি বেসরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়ার পাশাপাশি এ সরকারের আমলে দেশে পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রতি ৩ হাজার ১২ জন মানুষের বিপরীতে একজন চিকিৎসক রয়েছেন। অবশ্য জনসংখ্যা ও চিকিৎসকের কাম্য অনুপাত কী হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি। Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.