আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশি পাখির ছবি (ছবিব্লগ)

সত্য একদিন প্রকাশ পাবেই, আমি না করলে আপনি করবেন, না হলে আরেকজন করবে। প্রকাশ হবেই ব্লগে আস্তিক নাস্তিক লাফালাফি থেকে বাচতে চাই, তাই নেট এ পাখি দেখছিলাম। সেখান থেকেই কিছু ছবি দিলাম। কেউ যদি যাবতীয় কেচাল থেকে দূরে থাকতে তাহলে দেখে নিন আপনার চেনা-পরিচিত পাখিগুলোকে আরেকবার। পাখিগুলো অনেক নিরীহ, তাই এদের থেকে নিরীহ হওয়ার শিক্ষাটি নিতে পারেন।

(যদি কোন পাখির নাম ভুল হয়ে যায়, মাফ করবেন। এটা আমার প্রথম ছবি ব্লগ। উল্টা-পাল্টা লাগছে আপলোট দিতে) মোরগ বা মুরগীকে পাখি হিসেবে অনেকেই গন্য করেন না। কিন্তু পৃথিবীতে পাখির মধ্যে এই পাখিটিই সবচেয়ে বেশি। অনেক কাছে থাকে বলে হেলায় সুযোগ হারাবেন না, দেখে নিন এই পাখিটিকে যার সংখ্যা মানুষের সংখ্যা থেকে ৪গুন বেশি।

বাংলাদেশে এই পাখির থেকে বেশি শুধুমাত্র মুরগী-ই আছে। শহর বা গ্রামের আনাচে কানাচে এই পাখি দেখতে পাওয়া যায়। পাখিটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও পরিবেশ রক্ষায় বেশ ভুমিকা পালন করে। অনেকেই একে গু-শালিক ডাকেন, অনেকেই শুধু শালিক। গ্রামাঞ্চলে এই পাখিটির দেখা পাবেন।

তবে অতীতের তুলনায় এই পাখির সংখ্যা কমে গেছে। মানুষের প্রিয় একটি পাখি। প্রাচীনকালে চিঠি-পত্র লেনদেনে ব্যাপক ভুমিকা রাখত। প্রযুক্তির উন্নয়নে এদের আর সেই ভুমিকা নেই। এই পাখিটির প্রতি মুগ্ধতা পাবেন, রবীন্দ্রনাথের রাজা গল্পে।

অদ্ভুদ সুন্দর পাখিগুলোর সৌন্দর্য উপভোগ করুন। গাছের ডালে সংগীনীর সাথে সখা। এটা কিন্তু জাতীয় পাখি। অতি চোট্ট টুনটনি পাখি। অবাক সুন্দর পাখিটির নাম জানি না।

কেউ জানান আমাকে। পরিশ্রমের প্রতীক কাঠঠোকরা পাখি। মাছরাঙ্গার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই। ছোটবেলায় বকের ঠ্যাং এর মত কত লিখেছেন, এটা সেই বক। মিলায়ে দেখেনতো কেন এর সাথে আপনার লেখার তুলনা হত? এই পাখির সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে আমার।

আপনার হয়েছে তো? এখনও কানে বাজে "কাকু ইষ্টি আসছে, বসতে দিন" এইটা দেখতে আমার বেশ লাগে। শুনেছি কথা বলতে পারে, কিন্তু আমি কোনদিন বলতে পারি নাই। (দুঃখ) এটা ফিংগে। একবার এর বাসায় গেলেই বুঝবেন, কামড় কাকে বলে। দলবেধে আক্রমন করবে।

এটার নাম মৌটুসী। তবে সৌন্দর্যের কমতি নেই এটাতে। এটা কানাকোক্কা নামে পরিচিত। পাখিটি সত্যি অসাধারন। স্যামা পাখি বাবুই পাখি তার বাসায় খাঞ্জা পাখি।

আরও অনেক পাখি বাদ পরে গেল পাখিরা আমাদের সম্পদ। এরা আমাদের সৌন্দর্যময় পৃথিবীকে আরও রঙ্গীন করে তুলছে। অথচ আমরা হরহামেশাই এদের আবাস ভেঙ্গে দিই, এদের গনহারে ভোজন করি। তারপরেও বলব পাখিদেরকে একটু ভালবাসেন। এদের অনেকেই আজ হারিয়ে যেতে বসেছে।

আমাদের একটু সুদৃষ্টিই পারে এদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.