আমাদের কথা খুঁজে নিন

   

তবুও ছেলেটা ভালবাসে

কিছু না। ছেলেটা যখন কুয়াশার চাদরে ঢাকা শহরে গায়ে পাঞ্জাবি চাদর জড়িয়ে নগ্ন পায়ে হেটে যায় মেয়েটা তখন স্বপ্নের মায়া জালে হয়ত অজানা কোনো দ্বীপ দেশে কিংবা রহস্য ঘেরা অরন্যে রাজপুত্রের সাথে ছেলেটার মাথার উপর যখন জলন্ত সূর্য রোদের তেজে খা খা করছে চারিদিক হয়ত তখন মেয়েটা নিদ্রাপরির ছায়া থেকে বেরিয়ে আসে নি ছেলেটা গান গায় -বাউল গান |আর বাঁশি বাজায় তার বাঁশির করুন সুর বাতাসকে থামিয়া দেয় ভাবিয়ে তোলে প্রকৃতিকে |বিসন্নতা দূর করে প্রকৃতির মায়াটা CD player অন করে ফুল ভলুমে শোনে hip hop music|উন্মাতাল সুর তখনও মেয়েটা কে সূর্যের এল স্পর্শ করে নি ছেলেটা ঘুরে বেড়ে |রাজ পথে হয়তবা গলিতে কিংবা পার্ক যেখানে মানুসের আনাগোনা কম দামী কোনো মার্সিডিজে চরে মেয়েটা ঘুরে বেড়ায় উড়ে গিয়া থামে কোনো ফাস্ট ফুড এ কিংবা মুভি থিয়াতারে ছেলেটা কবি -মেয়েটা কে নিয়া কবিতা লিখে ,ছন্দহীন কাব্য আবার তা চিড়ে ফেলে তবুও ছেলেটা ভালবাসে -মেয়েটা কি তার ভাব বুঝে ?..


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।