আমাদের কথা খুঁজে নিন

   

তবুও................

বসে বসে একা একা দূর আকাশে মেলেছি পাখা
পাহাড় দেখেছ যুবক, সাগর দেখেছ, কিংবা ময়ূর? নদীতে সাতাঁর কেটেছ কভু? গাঁও গেরামের কতোটুকো লাল পথে হেটে গেছো স্নিগ্ধ পরশ অন্তরে মেখে? মটরশুটি, শাপলা, শালুক,তিতিরের গায়ে শিশির ফোঁটা! চাষীর মাথায় ধানের আঁটি দেখেছ তুমি? গ্রাম্য বালার পায়ের আলতা আরো কতো সব..........কি দেখেছ তরুণ? বলতো আমায় শুনি! গেয়েছ কি গান সুকান্ত বা রবি ঠাকুর? পড়েছ অনেক গরকি,নেহেরু,দাস,ক্যাপিটল! শুনিতো এবার ঘুরেছো কোথায়? দিল্লী,দুবাই,কায়রো, প্যারিস! এতো জানো হে এতো এতো সব!!! আমি যে এর কিছুই জানিনা। দেখিনি অনেক কিছুই পলক তুলে। তবুও................ সুখী আমি ফুল পাখি আর সবার চেয়ে। দুচোখ তোমার বন্ধু আমার সুন্দর সবকিছু পেয়েছি সেই চোখের নীড়ে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।