আমাদের কথা খুঁজে নিন

   

তবুও বরণ করি



অনিশ্চয়তার তুমি এক ধ্রুবতারা। শুধু পূর্বে নয় চতু্র্দিক তোমার উজ্জ্বলতা ঘিরে ধরে এক নিশ্চয়তার বলয়। তবুও তুমি আজ স্থির নও মেঠো সবুজ পথ ধরে অনেকটা এগিয়ে পুকুরের চিতলের সন্ধানী চোখে আজ তুমি এক নক্ষত্র অথবা এক নক্ষত্রের মতন। কি তীব্রতায় তুমি ক্ষয় হও? কোন ধ্বংসের মতন? আমি এক আলোকপাখীর মতন ছুটতে থাকি দূরে , অনেক দূরে আকাশের দৃস্টিতে দেখি তোমার নিশ্চিত পতন। তুমি নতুন , অচেনা এক আগন্তুক, তবুও বরণ করি আজন্ম পরিচিত এই বুকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।