আমাদের কথা খুঁজে নিন

   

তবুও আশা

আপনাকে এই জানা আমার ফুরাবে না ফ্যাকাশে ফ্যাকাশে রাত্রি আর আর ফ্যাকাশে দিন, সময়ের চোখ রাঙ্গানীতে শুধু উঠি আর বসি, কথা বলতে ইচ্ছে হয়, কাছে আসি, আবার এক দমকা হাওয়া সরিয়ে দেয় দূরে আর দূরে। অন্তহিন প্রতীক্ষা সুখের আসার, উৎকণ্ঠ হৃদয়ের অসংখ্য দিন গনা, চোখের জলে বুকের আগুন নেভে না তো, শুধু সুখের প্রতীক্ষায়ে , জীবন বয়ে যায়, অবসন্ন মনের অবসন্ন দিন রাত্রি , ইচ্ছে গুলো স্বপ্ন দেখতে চায়, আর তাদেরই গলা টেপে আততায়ি, খুন হয়ে স্বপ্ন আমাদের দুনিয়ায়ে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।