আমাদের কথা খুঁজে নিন

   

সুস্থ তুমি

আমি এক অসুস্থ মস্তিস্কের মানুষ।সমাজের অন্যায় গুলো কষ্ট দেয়।অসঙ্গতি এড়িয়ে চলতে পারিনা।আমার জীবন টা ছন্দহীন কাব্যের মত।মস্তিস্ক চর্চায় আমার নেশা। আর কত স্বপ্নে বিভর থাকবে তুমি? পৃথিবীর জড়ময়তায় আটকাবেনা? হারাবেনা নিজের অস্তিত্ব? নিরজনতায় একা কাঁদবেনা? শেষ বিকেলের আলোই খুঁজবেনা নিড় হারা পাখি? সাঁঝের বেলা জল কি আসে ছোখের কোনায়? অপেক্ষার অস্বতিত্ব নায় কি তোমার? নাকি পৃথিবীর সেই সব সুস্থ মানুষদের দলে তুমি? যাদের মনে ভাবনার অবকাশ থাকেনা- থাকেনা অবুঝ মনের কান্নার আর্তচিৎকার। কাটতে হয় না চিন্তার সাগরে ডুব সাতার- উড়াতে হয় না চাপা কষ্ট ঐ দূর নীলিমায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।