আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে সুস্থ পরিবেশ চাই

বড়লোক কোন বিত্তশালী লোকেরপরিচয় নয়, বড়লোক হচ্ছে বড় মনের লোক আর বিত্তশালী লোক হচ্ছে ধনীলোক যখন সামুতে একজন সাধারন ব্লগার হলাম। মনে খুব আনন্দ হচ্ছিল যে আমার লেখা ব্লগের প্রথম পাতায় প্রকাশ পাবে এছাড়া সকল পোস্ট গুলো দেখতে পাব। এরপর থেকে কাজ সেরে বাসায় এসেই প্রথম কাজ ছিল সামুতে ঢুমেরে কে কি লিখেছে তা দেখে নেয়া। সামুতে প্রকাশিত ভ্রমণ বিষয়ক পোস্ট গুলো হল আমার পছন্দের শীর্ষে এরপর পছন্দের মধ্যে মুভি রিভিউ, গানের-বইয়ের লিংক, টেকি সাহায্য, রম্য রচনা গুলো রয়েছে। ভ্রমণ বিষয়ক পোস্ট গুলো পড়ে মনে হয় এখনি চলে যাই।

পোস্ট গুলো পড়ার পর ধীরে ধীরে আগ্রহ তৈরী হচ্ছে অজানাকে জানা‍র। আমার মত হয়ত অনেকেরই জীবন নিয়ে অন্যরকম ভাবনা তৈরী হচ্ছে। এক্ষেত্রে সামু সত্যিই সফল একটি ব্লগ। ধর্ম বিষয়ক পোস্ট গুলোতে বেশি সময় দেইনি। চিন্তা হল আমি আমার মত থাকব।

গতকাল আন্যদিন গুলোর মত পোস্ট গুলো পড়ছিলাম, একটি পোস্ট দেখে চমকে উঠলাম, ধর্ম নিরপেক্ষতার আড়ালে একজন বিদ্বেষ ছড়াচ্ছে। এরপর ব্লগের পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে। এদের মূল উদ্দেশ্য সামুকে ধ্বংস করা। মডুরা কি তা বুঝেনা। যদি বুঝে থাকে তাহলে পোস্টটি সরাতে এত সময় কেন নিল? যেমন আছে আস্তিক মৌলবাদী তেমনি এরা নাস্তিক মৌলবাদী, এরা (মৌলবাদীরা) সবখানেই গণ্ডগোল পাকাতে চায়।

ভাল কোন কিছু দেখলেই এদের চুলকাতে থাকে কখন তা নষ্ট করা যায়। এদের থেকে সুস্থ মানুষদের দূরে থাকতে হবে। আমরা যত ওদের পেছনে সময় দেব ওরা তত শক্তিশালী হয়ে উঠবে। আমাদের উচিত ওদের গুরুত্ব না দেয়া। একসময় ওরা ঘেউ ঘেউ করে ক্লান্ত হয়ে একাই চলে যাবে।

ব্লগের পরিবেশ সুস্থ রাখার দায়িত্ব যতটুকু মডুদের ততটুকু আমাদের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.