আমাদের কথা খুঁজে নিন

   

সুস্থ পরিবেশ চান মুশফিক

ঈদের ছুটির পর আবারও অনুশীলনে নেমেছেন মুশফিকুর রহিমরা। অনুশীলনে নেমেই অস্বস্তিকর পরিবেশের মুখোমুখি হয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। দিন কয় আগে বেশ ঘটা করে সংবাদ সন্মেলনে বিপিএল ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ৯ জনের সম্পৃক্ত থাকার কথা ঘোষণা করেছে বিসিবি ও আইসিসি। ম্যাচ ফিক্সিংয়ে সরাসরি অভিযুক্ত থাকা ৭ ক্রিকেটারের মধ্যে মোহাম্মদ আশরাফুল ছাড়া জাতীয় দলের আরও দুই ক্রিকেটার মাহাবুবুল আলম রবিন ও মোশাররফ হোসেন রুবেল। ক্রিকেটারদের সরাসরি জড়িত থাকায় নানামুখী প্রশ্নের মুখোমুখি হচ্ছেন ক্রিকেটাররা।

এই অস্বস্তিকর পরিবেশের দ্রুত সমাপ্তি চান টাইগার অধিনায়ক মুশফিক। নিস্তার চান এবং মনে প্রাণে চাইছেন ক্রিকেটাঙ্গনে সুস্থ পরিবেশ ফেরার।

৩০ জুন ক্রিকেটারদের নিয়ে কোচ শেন জার্গেনসন শুরু করেন কন্ডিশন ক্যাম্প। টানা অনুশীলন চলার পর বাংলাদেশ 'এ', অনূধর্্ব-২৩ ও ঈদের জন্য ৮ আগস্ট বন্ধ রাখা হয় ক্যাম্প। গতকাল ১২ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে অনুশীলন।

অনুশীলনের আগে টাইগার অধিনায়ক মুশফিককে বিপিএল ফিক্সিং, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়ে নানান প্রশ্নের উত্তর দিতে হয়েছে। বিপিএল ম্যাচ ফিক্সিং মনোসংযোগে সমস্যার সৃষ্টি করছে বলে জানান টাইগার অধিনায়ক, 'সামনে নিউজিল্যান্ড সিরিজ। বর্তমান পরিস্থিতি আমাদের মনোসংযোগে অবশ্যই কিছুটা সমস্যার সৃষ্টি করছে মনে করি। এই পরিস্থিতির দ্রুত সমাধান চাই। চাই ক্রিকেটে সুস্থ পরিবেশ ফিরে আসুক।

' এই সমস্যা থেকে উত্তরণের জন্য নিজেরাই চেষ্টা করছেন বলে জানান মুশফিক, 'ক্রিকেট এমন একটা খেলা, যেখানে নিজেরাই নিজেদের অনুপ্রাণিত করতে পারে। এই সমস্যা কাটানোর জন্য আমরা নিজেরাই চেষ্টা করছি নিজেদের উজ্জীবিত করতে। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং আমরা আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসব। '

আইসিসি তদন্ত রিপোর্ট প্রকাশ করার আগেই বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আশরাফুল। সঙ্গে আরও দুই ক্রিকেটারের জড়িত থাকার কথাও বলেছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

জাতীয় দলের তিন ক্রিকেটারের ম্যাচ গড়াপেটায় সরাসরি সম্পৃক্ত থাকার ঘটনায় ভীষণ কষ্ট পেয়েছেন টাইগার অধিনায়ক, 'ক্রিকেটারদের জড়িত থাকার কথা শুনে ভীষণ কষ্ট পেয়েছি। সতীর্থরা এমন কিছুতে জড়িয়েছেন ভাবলে খারাপ লাগে। আগে শুনতাম অন্যান্য দেশে ক্রিকেট তারকাদের জড়িত থাকার কথা। কিন্তু এখন আমাদের দেশে হচ্ছে, এটা ভাবতে খারাপ লাগে। '

মুশফিকরা সবশেষ ব্যাট বলের লড়াই করেছেন গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে।

এরপর আর কোনো ম্যাচ খেলেননি। আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। ২০১০ সালে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ঘরের মাটিতে যে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ, তাতে জিতেছিল ৪-০ ব্যবধানে। তবে এবার কাজটা সহজ হবে না ভালো করেই জানেন মুশফিক, 'ওদের দলে তিনজন বাঁ হাতি পেসার রয়েছেন। এই সমস্যার সমাধানে আমরা পরিকল্পনা করেছি।

আমাদের অনূধর্্ব-১৯ দলে বেশ কয়েকজন বাঁ হাতি পেসার রয়েছেন। তারা আমাদের অনুশীলনে যোগ দিবেন। ওদের খেলালে প্রস্তুতিটা ভালো হবে। এছাড়া আসন্ন সিরিজকে সামনে রেখে আমরা অনেকদিন ধরেই কাজ করছি। ফিটনেস অনুশীলন করেছি।

সবচেয়ে বড় বিষয় হচ্ছে, নিউজিল্যান্ড কিছুদিন আগে ইংল্যান্ডকে তাদের মাটিতে হারিয়েছে। সুতরাং তারা ভালো দল। তাদের বিপক্ষে এবারের সিরিজটা সহজ হবে না। তারপরও আমি আশাবাদী ভালো সিরিজ খেলার। '

ইংল্যান্ড সফরে বাংলাদেশ 'এ' হেরেই চলেছে।

যে স্কোয়াডে ১৪ জনেরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এমন একটি দলের টানা হারে হতাশ টাইগার অধিনায়ক, 'সফরে এতটা বাজে খেলবে 'এ' দল, ভাবতে পারিনি। তবে ব্যক্তিগতভাবে অনেকেই ভালো খেলছেন। ইংল্যান্ড লায়ন্স ভালো দল, আশা করি তাদের বিপক্ষে ভালো খেলবে। '

বিপিএল নিয়ে বিতর্ক থাকলে এটা আয়োজনের পক্ষে টাইগার অধিনায়ক।

তৃতীয় আসর মাঠে গড়ানোর আগে সব ধরনের সমস্যার সমাধান করার পক্ষে মুশফিক।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।