আমাদের কথা খুঁজে নিন

   

♣তুমি কোন কাননের ফুল ... জাতীয় বৃক্ষমেলা থেকে সংগৃহিত ফুলের ছবি ব্লগ♣

নহি দেবী, নহি সামান্যা নারী। এক. দুই. দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয়নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধঅনের শীষের উপর একটি শিশির বিন্দু । । অনেক দেশপ্রেমিক সামর্থবানদেরই দেখা যায় সময় পেলেই বিদেশ ভ্রমণে বেড়িয়ে পরে। কিন্তু নিজের দেশের অনেক সৌন্দর্য্যই তাদের দৃষ্টিতে ধরা পড়ে না।

অবশ্য ভ্রমণ পিপাসু এমন মানুষ খুব কমই আছে যারা সারা বিশ্ব ঘুড়ে বেড়ানোর পাশাপাশি নিজের দেশটির প্রতিটি আনাচ-কানাচও তার নখ-দর্পনে। এদের মধ্যে আমার পরিচিতদের মধ্যে অন্যতম একজন তারেক অনু এবং সামহোয়্যারইন ব্লগের লেডি বতুতা ব্লগার জুন আরেকজন। আজকে এই পোস্টটি দেবার পরিকল্পনা ছিল না। কিন্তু জাতীয় বৃক্ষ মেলায় অনেকেই যেতে পারবেন না ইচ্ছে থাকা সত্ত্বেও। আবার যারা যেতে পারবেন, তারা যেন নিজেদের ব্যস্ততায় মিস না করেন ।

তাই অরো অনেক ধরণের ছবি তুললেও আপাতত শুধু ফুলের ছবিগুলোই দিলাম। আশা করি যারা যেতে ইচ্ছুক তারা মিস করবেন না। আগামী ৪ তারিখ পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা। ফুলগুলোর নাম এ্যাড করতে আশা করি ফুল বিশারদ ব্লগার মহারাজা, এমজেডআই এবং রেজোওয়ানা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে আমাকে কৃতার্থ করবেন। অন্য যারা নিশ্চিত জানবেন তাদের প্রতিও রইল উদাত্ত আহবান।

। তিন. চার. পাঁচ ছয় সাত. আট. নয়. দশ. এগারো. বার. তেরো. পনের. ষোল. সতের. আঠার. ঊনিশ. বিশ. অনেক চেষ্টা করার পরও বেশ কিছু ছবি আপলোড করতে পারলাম না। আর জানি না, কি কারণে পোস্ট রেডি করার মাঝখানে দুইবার অটো লগআউট হয়ে যেয়ে দুইবারে ডাবল খাটুনী গেলো পোস্ট রেডি করতে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.