আমাদের কথা খুঁজে নিন

   

কৃত্রিম অনুভূতির ভাঁগাড়ে : যে তুমি খুব কাছের , যে তুমি চিরচেনা , যে তুমি অচেনার ভীড়ে

তাকে ঘিরে আমার পৃথিবী ধংস হলেও আমি আশ্রয় খুজিনি, তার কাছে আমি হারানো সময় ফিরে চাইনি, ব্যাথার মিছিলে যন্ত্রনার স্লোগান নিয়ে আজো আমি চলে যাই বহুদুর, তার হারিয়ে যাওয়া পথ ধরে আমি হাটিনি... আমি শুধু আমার এক একটি স্বপ্নের অকাল মৃত্যু দেখে প্রতিবার বিষ্মিত হয়েছি, আর প্রতিটি স্বপ্নের শবদেহ তার মায়াহীন ধূসর চোখের মাঝে কবর দিয়েছি উপরের লেখাটি আমার নয় । আমার জন্যও নয় । যাঁর জন্য , সে কখোনো বুঝতে পারবেনা আমার ভালোবাসা টুকু । _____________________________________________ --হ্যাঁ বল । --কি বলব ? --যেটা খুশি সেটা ।

--পারবনা । --কেন ? ঢং ? অন্যদের সাথে তো ঠিক ই বলতে পার । কত কথা । কত আজাইরালাপ ! শুধু আমার সাথেই . . . . . . . . --আমার ইচ্ছা আমি কিচ্ছু বলবনা । তোর কি ? --তাইলে ঠিকাছে ।

ফোন রাখলাম । ভালো থেকো । --হিমু এরাম করস ক্যান ? এত তাড়াতাড়ি ফোন রেখে দিবি ? --তো কি করতাম ? তোমার ঢং দেখলে গা জ্বলে । কিছুই বলবানা আবার রাখতেও দিবানা ! ♥ --হি হি হি । আচ্ছা বলতেছি ।

হিমু ভালো আছে ? -- এখন ভালো আছে । ও ভালো আছে ? --হুম । জানস হিমু ! কাল সারারাত জেগে ছিলাম । -- তো ! জেগে ছিলা ভালা করছ । আমারে জিজ্ঞেস কর কেন ? --তুই এরাম ক্যান ? ক্যান জেগে ছিলাম এইটা জিগাবি না ? কিয়ের "ইয়ে" হইছস ?সবাই তো কত কিছু বল ! খালি তুই ই না .......... ♥ --সবাই মানে ? কি উল্টাপাল্টা বকছিস ? --সবাই মানে সবাই ।

-- মানে ? --মানে কিছুনা । সবাই তো বুঝে । হ্যাহ ! তোর বুঝনের কাম নাই । --হুম । বুঝনের কাম না থাকলে নাই ।

--কিরস এখন হিমু ? শুয়ে আছি । তুই কিরস ? --সেম হেয়ার । একসাথে শুই ? --মানে ? তুমি কোথায় আর আমি কোথায় !.. --হিমু চোখ বন্ধ কর আর মনে মনে বল তুই আমার সাথে আছিস তাহলেই হবে । দেখবি তুই অমার সাথে শুয়ে আছিস । --আমি বলবনা ।

--প্লিজ হিমু --নো ওয়ে ! --প্লিজ হিমু । --ঢং ! আচ্ছা করলাম । এবং আমি চোখ বন্ধ করলাম । আর বললাম "আমি তোর সাথে আছি" তারপর হঠাত্‍ কেন জানি মনে হতে লাগল আমি হারিয়ে যাচ্ছি । আমি হারিয়ে যাচ্ছি বিস্মৃতির অতলে ।

চারিদিকে শুধুই শুণ্যতা । অতল নিঃস্তব্ধতা । তারপর আমি চোখ খুলি । হঠাত্‍ আমি অনুভব করি আমার চোখের সামনেই বসে আছে কেউ একজন । কেউ একজন পরম যত্নে আমার চুলে আলতো করে বিলি কেটে দিচ্ছে ।

প্রতিটা স্পর্শে শিহরন । একটা অপার লজ্জা । আমার রহস্যময়ী অতিমানবী । অস্পৃশ্য তরুণী । .. __________________________________ --হিমু ? --কি ? --এতক্ষন ধরে হ্যালো হ্যালো করি তোর খবর নাই ক্যান ? আমার লগে ভাব ধরস ? --ইয়ে না মানে _____ -- কি কস এগুলা ।

--কিছুনা । পরে কথা বলব এখন যাই ক্যামুন ? --হিমু প্লিজ আরেকটু থাক । ক্রেডিট আছে আজ অনেক । প্লিজ । --পরে বলুমনে ।

ফোন দিমুনে । ভালো থাকিস সবসময় । দেখা হবে । --প্লিজ হিমু । আর দুইটা মিনিট ।

প্লিজ হিমু এরা..................... আমি আর কিছু শুনিনা । ফোন কেটে দিই । ভালোলাগার মুহূর্ত গুলোকে যত ছোট করা যায় ততই মঙ্গল । কারো মায়াজালে আবদ্ধ হয়ে বাঁচতে চাইনা । কারো জীবনে জড়াতে চাইনা এই গন্তব্যহীন আমি ।

ভালো থাকিস তুই । ভালোবাসিস এই বেঈমান আমাকে । আমার অপ্রকাশিত ভালোবাসা । আমার প্রথম ও শেষ ভালোবাসা , ভালোথাকিস সবসময় । .. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।