আমাদের কথা খুঁজে নিন

   

জীবনে প্রথবারের মত আমার লেখা গায়েব করে দিল সামু,(ভাগ্য ভাল, জেনারেল বানায় নাই)

To love what you do or to do what you love is the question to be answered! আমার দুই বছরের অধিককাল সময়ের মাঝের ব্লগিং জীবনে, এই প্রথম, আমার পোস্ট সরিয়ে ফেলা হয়েছে দেখুন, নিচের লেখাটাই ছিল, আমার পোস্ট। এতে এমন কি আছে??? " আজ আমি আপনাদের দুইটা ছোট্ট ছোট্ট ঘটনা (কেউ গল্প বললেও কিছু মনে করব না) শোনাবো। আর এই ঘটনাগুলো কিছুটা মজার ই বলা চলে। এত কথা না বলে ঘটনায় আসা যাক। প্রথম ঘটনা আমার কলেজ জীবনের।

ঘটনাটায় আমরা মজা পেয়েছিলাম, কিন্তু, যার সাথে ঘটেছে তার মনে হয়, ততটা মজা পাওয়ার কথা না। ক্লাসে স্যার পড়াচ্ছিলেন। সবাই মনযোগী, কারণ, স্যারের পড়ানোর স্টাইল খুব মজার ছিল। কিন্তু, মাঝের সারির দিকে, কেউ একজন কথা বলে স্যারের মনোযোগে ব্যঘাত ঘটাচ্ছিল। অনেকক্ষণ ধরে সহ্য করার পরে স্যার ওকে দাঁড় করালেন।

প্রথমেই, তিনি যেটা ওকে জিজ্ঞেস করলেন সেটা হল “তোমার বাড়ি কোথায়?” ও সেটার উত্তর দিল “মানিকগঞ্জ”। স্যার এরপরে ওকে বললেন, “বাড়ি মানিকগঞ্জ হলেই যে ক্লাসে কথা বলতে হবে, সেটা কি কোথাও লেখা আছে? আমি তো জীবনে অনেক বই পড়েছি, আমি তো কোথাও পাই নি!” এই কথায়, আর স্যারের বলার ভঙ্গিমায়, আমরা হেসে উঠেছিলাম। কিন্তু, যার উদ্দেশ্যে বলা হয়েছিল, তার অবস্থাটা খুব ভাল ছিল না, কারণ স্যার আবার নিয়মের বাইরে গেলে অনেক কড়া প্রকৃতির ছিলেন। এইবার, দ্বিতীয় ঘটনা, একই স্যার একই ক্লাস, কিচতু যতদূর মনে পড়ে অন্য আরেকজনের বেলায় ঘটেছিল এটা... গরমের সময় চলছে, একদিন একজন জাপানিজ হাতপাখা নিয়ে বাতাস খাচ্ছিল। আর যায় কোথায়? স্যার দেখে ফেললেন।

আর ওকে বললেন, “আল্লাহ প্রদত্ত পায়ের ওপর ভর করে সামনে চলে আসো”। ওকে স্যার তারপরে যা বলেছিলেন তা ছিল “আমরা ক্লাসে আসি পড়ালেখা করতে, বাতাস খেতে না। ক্লাসে গরম লাগতে পারে, কিন্তু, পড়ালেখাই হচ্ছে ক্লাসে থাকাকালীন সময়ে আমাদের একমাত্র কাজ” এই দুইটা ঘটনা, অনেকদিন পড়ে মনে পড়ল, কালকের ঘটনার পরে, কারণ, আমি যেটা বুঝলাম হেফাজতের আন্দোলন ছিল, ইসলামরক্ষার্থে, সেখানে দোকানপাট আর গাড়িতে আগুন দেয়াটা কিভাবে আসল ??? আর দ্বিতীয় ঘটনায় বলা যায়, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলেন কিনা তা বোঝা যাচ্ছে না, কারণ, ইসলাম শান্তির ধর্ম, কোথাও তো এটা বলা হয়নি যে, তুমি তোমার নিজের মুসলিম ভাইদের জানমাল এর ক্ষতিসাধন করতে হবে??? কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে তা যদি এই লেভেলের লোকজন না বোঝে, তাহলে আমাদের এভাবেই সারাজীবন কষ্ট করে যেতে হবে... " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।