আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোনের আদব-কেতা

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। আমাদের ফ্যাশন আর স্টাইলে পরিবর্তন এসেছে যুগে যুগে । একসময় একটি মানানসই হাত ঘড়ি কিংবা একটি ছোট্ট টেপরেকর্ডারই ছিল অনেকের কাছে আধুনিকতার সঙ্গে যুক্ত থাকা। প্রযুক্তির কল্যাণে আজ সেইসব ভিন্ন ভিন্ন প্রযুক্তিই একটির মধ্যে। সেটি হলো মুঠোফোন বা সেলফোন।

সেলফোন আজ আর শুধু কথা বলবার প্রয়োজনীয় একটি মাধ্যমই নয়। বরং এটি বর্তমান সময়ের সবচেয়ে বিনোদনবান্ধব প্রযুক্তি। কী নেই এতে? ক্যামেরা, মিউজিক প্লেয়ার, রেডিও, নেট্ অপশনসহ নানান খুটিনাটি সুবিধা। তবে অনেক সুবিধার যেমন কিছু অসুবিধাও থাকে, তেমনি আমাদের হাতে থাকা এই মুঠোফোনটিরও আছে। তাই গুরুত্বপূর্ণ এই যোগাযোগ মাধ্যমটি যেন কোন সমস্যার কারণ হয়ে না দাঁড়ায় সেটি লক্ষ্য রাখতে হবে।

যেমন ধরুন: * ফোনে উচ্চস্বরে কথা বলা পরিহার করুন। লক্ষ্য রাখুন আপনার আশেপাশের মানুষ যেন আপনার দ্বারা বিরক্ত বোধ না করে * অপ্রয়োজনে একটানা বা দীর্ঘ সময় ধরে কথা বলবেন না। এটি কর্ণপ্রদাহের কারণ হতে পারে। * ক্লাসরুম কিংবা মিটিং চলাকালীন সময়ে ফোনের রিংগার টোনটি মিউট বা সাইলেন্ট করে রাখুন। যদি খুব জরুরি কল হয় সেক্ষেত্রে সংশ্লিষ্টদের অনুমতি নিয়ে কলটি রিসিভ করুন * কাউকে ফোন করার আগে ভেবে দেখুন তিনি এই সময় কলটি রিসিভ করতে পারবেন কিনা।

যেমন ধরুন: নামাযের সময়, ক্লাস ওয়ার্ক কিংবা মিটিং ইত্যাদি। যার সঙ্গে কথা বলবেন, প্রথমেই জিজ্ঞেস করে নিন তিনি ব্যস্ততার মধ্যে আছেন কি না। * আড্ডায় বা অনেকের ভেতর থাকলে এমন কোন কথা বলবেন না যাতে করে অন্যরা বিব্রত বোধ করে * ফোনে কথা বলার সময় শিষ্টাচার বজায় রাখাটা জরুরি। ফোনে গালাগাল করা অথবা তর্ক জুড়ে দেওয়া অন্যের জন্য অস্বস্তিকর হতে পারে। * মিস্ কল দেয়াটা নিতান্তই অভদ্রতা এতে যাকে কলটি করা হচ্ছে তাকে একপ্রকার বিরক্ত করা হয়।

* গভীর রাতে অপ্রয়োজনে কাউকে ফোন করবেন না * গাড়ি চালানোর সময় ফোন রিসিভ কিংবা কল কোনটিই করবেন না। আপনার একমুহূর্তের অসাবধানতা ঘটিয়ে দিতে পারে চরম দূর্ঘটনা। * ফোনে জোরালো, অপ্রীতিকর রিংটোন ব্যবহার করবেন না। এতে আশেপাশের মানুষ চমকে উঠতে পারে কিংবা তা আপনার সম্পর্কে বাজে বা হাস্যকর ধারণার জন্ম দিতে পারে। আপনার ব্যক্তিত্ব ও রুচির সঙ্গে মানায় এমন রিংটোনই ব্যবহার করুন।

* ফোনে উচ্চ ভলিউমে গান শোনা থেকে বিরত থাকুন। গান শুনতে হেডফোন ব্যবহার করুন। জনসমাগমস্থলে কিংবা আড্ডায় হুট করে মিউজিক অপশনটি চালু না করে বরং অনুমতি সাপেক্ষে চালান * আজকাল প্রায় ফোনসেটেই ক্যামেরা অপশন যুক্ত থাকে। এটি যেমন সুবিধার, তেমনি মাঝেমধ্যে অবাঞ্ছিত ঘটনার সুত্রপাতও করে। যাদের ফোনে ক্যামেরা অপশন আছে, তারা সেই অপশনটি’র যৌক্তিক ব্যবহার করুন।

যত্র-তত্র ছবি তুলবেন না। এটি অনেক অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারে। সুত্রঃ ------ নীরা সুলতানা দৈনিক আজাদী  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।