আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোনের কাব্য - ৩

/

১. আঁধার রাতি প্রেরক: একা রাত শুয়ে থাকে কবিতার সাথে তাকিয়ে কেবলই আমি দেখি সব, এইমতো মুহূর্ত জমিয়ে তুলছি চুপে কখনো শুনব ভাবি অধরার রব। প্রাপক: অন্ধ আঁধার বলে, চুপ ফিসফিস বিমূর্ত বধিরের ভাষা লভিয়াছি বুকে নিস্তব্ধতায় পেলাম অধরা আলো, সম্মুখে। ২.ভালবাসাবাসি প্রেরক: উদয়ের অহমে পুড়ে যেত প্রভাত আজি তার মন ভার কুসুম মঞ্জুরি এলায়ে পড়েছে তুলে নিয়ে কে রচিবে হার? প্রাপক: ঝরাফুলের বেদনা ঘুচাতে চিরকাল বুক পেতে রাখে মাটি, জেনেছি হাজারো বেদনা সয়ে ভালোবাসাটাই শুধু খাঁটি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।