আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোনের অভাবে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

মুঠোফোনের অভাবে ছেলেটি পাগলাটে, উদভ্রান্তের মতো রোজ একই পথে হাঁটে। মেয়েটি শান্ত বটে, একটু হাসির ছোঁয়া লেগেই থাকে ঠোঁটে। রোজ বিকেলে জানালার পর্দা ঠেলে, মেয়েটি যখন বাইরে দৃষ্টি মেলে- ছেলেটির চোখের তারায়, নিমিষে হাজার খুশীর রঙ ছড়ায়। একসময় পর্দা নেমে যায়, ছেলেটি যেতে যেতে তবু ফিরে চায়। এভাবেই ছেলেটি মেয়েটি, কেউ বলতে পারেনা মনের সেই কথাটি।

রাত জেগে ছেলেটি, মেয়েটিকে দেবে বলে যত্নে লিখেছিল পত্রটি। পরদিন বিকেল গড়ায়, মেয়েটি কিছুতেই জানালার পর্দা না সরায়। ছেলেটি উদভ্রান্ত, জানালাটা আজ বন্ধ- বাড়ীটাও কেমন শান্ত। আজ প্রথম ছেলেটি, দরজার কড়া নাড়বে বলে বাড়ালো হাতটি। অজানা শংকায় মন দুলছে, চেয়ে দেখে বাড়ীর দরজায় তালা ঝুলছে।

ছেলেটি কিংবা মেয়েটি, এ যুগে জন্মালে শেষ হতে পারতো গল্পটি। আজ এক প্রৌঢ় বসে ভাবে, মেয়েটিকে হারিয়েছিল মুঠোফোনের অভাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।