আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোনের কাব্য



এক. ক্লান্ত দূপুর, প্রান্তে বিকেল, অন্তে নামে আঁধার... মিষ্টি বিকেল যায় কেটে যায় তোমার কথা ভাবার ।। দুই. তোমায় কিছু বলতে চাই,তোমার কথা শুনতে চাই; কল, এসএমএস যাই তুমি দাও- তাতেই বড় তৃপ্তি পাই; কেন এমন হয় জানো তো- তুমি আমার বন্ধু তাই! তিন. রাত দুপুরে কখন যে এই মনের মাঝে আসো- ...কি সব এতো চূরি করে ঘুমের মাঝেই হাসো? ...মুচকি হাসির শব্দ তো নেই, শব্দ শুধূ রাতের; নির্জন এই প্রতীক্ষা তাই নতুন সুপ্রভাতের ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।