আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি ভালোলাগার মত মুভি (ডাউনলোড লিঙ্ক সহ )

জীবন কিন্তু একটাই ............. War Horse(2011) Director:Stephen Spilberg আলবার্ট একদিন এক মাদীঘোড়ার প্রসবের দৃশ্য দেখছিল,যে ঘোড়ার বাচ্চাটি জন্ম নেয় সেটাকে তার খুব ভাল লেগে যায়,যদিও ঘোড়াটার মালিক তারা নয়।মেঘ না চাইতে বৃষ্টির মত ব্যাপার ঘটে যায়,আলবার্টের বাবা নিলাম থেকে খুব চড়াদামে সেই ঘোড়াটি কিনে আনে,এক প্রকার সব খরচ করেই।আলবার্টের মা খুব খেপে যায়,তাদের বাড়ীর ভাড়া ইত্যাদি সব বাকি,এর মধ্যে!!!তাদের দরকার ক্ষেতে কাজের উপযোগী কোন ঘোড়া,কিন্তু এ ঘোড়া দিয়ে সেটা হবেনা!!! কিন্তু আলবার্টের খুশি দেখে কে!আবেগে আপ্লুত আলবার্ট কথা দেয় এ ঘোড়াটিকে পোষ মানিয়ে চাষের কাজে লাগাবে,সমস্যা দূর করবে। ঘোড়াটির সাথে দিনেদিনে সখ্যতা গড়ে উঠে তার,একটা ডাক আবিষ্কার করে আলবার্ট,যেটাতে ডাকলে জোয়ি(আলবার্টের দেয়া নাম) ছুটে আসে।সবাইকে অবাক করে দিয়ে ‘জোয়ি’-কে দিয়ে ক্ষেতের কাজ করানোয় সক্ষম হয় আলবার্ট,সবাই খুব খুশী... কিন্তু ওদের উপর নেমে আসে ভীষণ বিপদ,ঝড়ে সব ফসল নষ্ট হয়ে যায়,দেনা শোধের জন্য ‘জোয়ি’ কে যুদ্ধের বাজারে এক পদস্থ সেনার কাছে বিক্রি করে দেন আলবার্টের বাবা। আলবার্ট অনেক অনুরোধ করে জোয়ি-কে ফিরে পাবার জন্য,এমন কি ঘোড়াটার সাথে যুদ্ধে যেতে রাজী হয়,সেনা কর্মকর্তাটি তাকে কথা দেয় জোয়ি-কে নিজের মত ভাল করেই রাখবে,সু্যোগ পেলে ফিরিয়ে দেবার চেষ্টাও করবে,বেচারা আলবার্ট শেষবারের মত আদর দিয়ে বিদায় দেয় জোয়িকে,কানে কানে বলে “আবার আমরা একসাথে হব”। এখান থেকে শুরু হয় মুভির গতি,যুদ্ধের দিনে নানান পরিস্থিতি-তে আলবার্টের সেই প্রিয় ঘোড়াটি,নানান হাত বদল হতে হতে শেষপর্যন্ত করুণ এক পরিস্থিতির শিকার হয়।আলবার্ট কি ফিরে পায় তার জোয়ি-কে? যুদ্ধের ডামাডোলে কতদিন টিকে থাকবে এই প্রাণীটি... মুভিটি আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে ডাউনলোড লিঙ্কঃটরেন্ট  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।