আমাদের কথা খুঁজে নিন

   

"অভিনয়"

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে.......এ জীবন পূণ্য কর..... এ জীবন পূণ্য কর.... এ জীবন পূণ্য কর দহন দানে...... আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...... আমরা সাধারণ মানুষেরা অভিনয় জিনিসটাকে পর্দায় দেখতে যতটা পছন্দ করি, বাস্তব জীবনে একে তার হাজার গুণ বেশি ঘৃণা করি। বাস্তব জীবনে, যারা অভিনয় করে তাদের জন্য বিন্দু মাত্র জায়গা নেই আমাদের জীবনে। কারো জীবনেই অভিনেতা, অভিনেত্রী প্রত্যাশিত বস্তু নয়। ঘৃণা ছাড়া আর কিছুই প্রাপ্য নয় তাদের। অথচ আমরা নিজেরাই একেকজন সুদক্ষ অভিনেতা।

প্রতিনিয়ত অভিনয় করে চলেছি নিজের সাথে, নিজের বিবেকের সাথে। কারণে অকারণে মিথ্যে বলছি নিজেকে। সেকেন্ডে সেকেন্ডে ঠকাচ্ছি, মিথ্যে আশায় এক বিন্দু জলের ওপর ভর করে নিজেকে সমুদ্রে ভাসাচ্ছি। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবেগকে চুর্ণ বিচুর্ণ করছি। আসলেই আমরা মানুষ বড় আজব প্রাণী।

অভিনয় মিশে আছে আমাদের রক্তে, প্রতিনিয়ত বয়ে চলেছে আমাদের শিরায়-উপশিরায়। অভিনয়ের মাঝেই জীবনের শুরু, অভিনয় দিয়েই শেষ। তবুও নিজেকে অভিনেতা, অভিনেত্রী হিসেবে মেনে নিতে আমরা পুরোপুরি নারাজ.....................। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।