আমাদের কথা খুঁজে নিন

   

উপস্থাপনা আগে, অভিনয় পরে

উপস্থাপনা দিয়েই শুরু করা যাক।

আপনি নিজে উপভোগ করছেন তো উপস্থাপনা?

উপভোগ করছি বলেই তো নিয়মিত এই কাজটা করে যাচ্ছি। মনের বিরুদ্ধে তো আর বেশিদিন চলা যায় না। আসলে আমি যা করতে পছন্দ করি, তাই করার চেষ্টা করি। তাই জোর দিয়েই বলতে চাই, উপস্থাপনা করতে আমি ভালোবাসি।

 

বাংলাদেশি আইডল অনুষ্ঠানে আপনাকে নতুন কৌশলে উপস্থাপনা করতে দেখা যাচ্ছে।

হুম। অনুষ্ঠান কর্তৃপক্ষের প্ল্যান এটি। তারা শুরু থেকেই একটু নতুনভাবে অনুষ্ঠানটি প্রেজেন্ট করতে চাচ্ছিলেন। ফান এবং কনটেন্ট যেখাবে পাশাপাশি চলবে।

আমিও মজা পাচ্ছি খুব।

 

অনুষ্ঠানটি এখন কোন অবস্থায় আছে?

ভোটিং রাউন্ড শুরু হয়েছে। সারা দেশ থেকে আইডলদের বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত পর্বে লড়ছেন ২৪ জন। এদের মধ্যে থেকেই নির্বাচিত হবেন বাংলাদেশি আইডল। ইতোমধ্যে এসএমএস রাউন্ড চলে এসেছে।

প্রতিযোগীরাও বেশ ভালো করছে। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে নতুন কিছু শিল্পী তৈরি হবে_ এ প্রত্যাশা এখন করাই যায়।

 

আপনি ইংরেজি শেখার আসর নিয়েও আসছেন?

হা হা হা...। এটা বিবিসির সঙ্গে আমার প্রথম কাজ। বেশ ভালো লেগেছে এমন আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পেরে।

অনুষ্ঠানটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এর মাধ্যমে সবাই বাস্তব ও প্রাসঙ্গিক বিষয়ে ইংরেজি শিখতে পারেন। এখানে ইংরেজি শিখতে শুরু করা আটজনের ইংরেজি শেখার যাত্রা দেখানো হয়েছে। এর বিভিন্ন পর্বে উপস্থিত হবেন স্বাস্থ্যকর্মী, রূপ বিশেষজ্ঞ, গাড়িচালক, ওয়েটার, ক্রিকেটারসহ বিভিন্ন পেশার মানুষ। তারা নিজেদের ইংরেজি শেখার ভয়কে জয় করে মাত্র তিন দিনে চেষ্টা করেছেন নিজের পেশার সঙ্গে মানানসই কিছু ইংরেজি শিখতে।

 

নতুন আর কোন অনুষ্ঠান উপস্থাপনা করছেন?

সেভাবে বলা যাবে না।

কথাবার্তা চলছে। একাত্তর টিভির বিনোদনমূলক একটি অনুষ্ঠান সরাসরি উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে এটা বলতে পারি যে, একটু ব্যতিক্রম মনে না হলে কাজ করব না।

 

অভিনয় প্রসঙ্গে আসা যাক।

অভিনয়ের খবর কি?

আমি প্রথমে উপস্থাপনাকে প্রায়োরিটি দিই, তারপর অভিনয়। আর তাই আমি নিয়মিত অভিনয় করতে চাই না। যে কারণেই বিভিন্ন উৎসব কেন্দ্রিক নাটকে অভিনয় করি।

 

কেন, আপনার অভিনীত একটি ধারাবাহিক তো এখন প্রচার হচ্ছে।

হ্যাঁ চ্যানেল নাইনে 'হ্যাকার্স' প্রচার হচ্ছে।

এই ধারাবাহিকটির কনসেপ্ট একেবারেই নতুন ধরনের। তাই আগ্রহ নিয়েই অভিনয় করছি। অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ নাটকটি। এতে আমি একজন পেশাদার খুনি। বছর খানেক আগে ব্যাংককে নাটকটির চিত্রায়ণে অংশ নিয়েছিলাম।

পুরো নাটকের কাজ সেখানেই করা হয়েছে। নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।

* শোবিজ প্রতিবেদক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.