আমাদের কথা খুঁজে নিন

   

অভিনয়

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

প্রত্যাখান করে কে কবে কষ্ট পেয়েছে? রূঢ়তায় ঠেলে দিয়ে কে কবে কেঁদেছে? ক'বছর হয়ে গেল- আর দেখা হয় না আমাদের। যেদিন বললাম- ভিন্ন হোক দু'টি পথ; মেনে নিয়েছিলে প্রশ্ন না করে সমস্ত দায়ভার নিজের করে বিদায় নিলে- সেদিন বুঝিনি আমার দুর্বিনীত ঊন্নাসিকতা-কে তুমি বিনয় দেখিয়েছিলে সযতনে। এত ভালোবেসেছিলে কেন এই আমায়? কেন ঐ চোখে কোনো ঘৃণা দেখিনি? তোমায় যে শখ শেষে ছুঁড়ে ফেলেছি- এক সৌখিন প্রতারকের মতো! তবু কেন বলো বুকের ভেতরে তোলপাড় হয় নিজের আড়ালে? আজো চিন-চিন করে মনের গহীনে... স্মৃতির পিদিম টিটকারী মারে? আমি শুধু মাথা হেঁট করে রাখি; প্রবোধ দিয়ে যাই নিজেরে- এই তো বেশ আছি! অবশ্য ভালোবেসেছি আবারো, হৃদয়ে যখন যৌবনের আস্ফালন প্রেম তো অবধারিত.. 'সুস্মিতা' এল অনিবার্যভাবে- আমার উন্মাতাল দ্বিতীয় প্রেমে- আবারো সুখ-স্বপ্ন, উদ্ধত কল্পনায় দিন-রাত অবগাহন, আর হাত ধরে বলা "শুধুই তোমায় ভালোবাসি"; তখনি আচমকা উঁকি দিয়ে যাও পাঁজরের নিচে.. ঠিক কোথায় বলতে পারি না- অলিন্দ কিংবা নিলয়- কোনো একখানে, কোনো কথা হয় না তোমার সাথে- শুধু খণ্ড খণ্ড স্মৃতির ঝলকানি মানসপটে আর অজান্তেই প্রেয়সীর আলিঙ্গন থেকে জড়সড় হয়ে সরে বসি; "বলো, ভালোবাসো?" - সুস্মিতার চোখের চাহনির সামনে আমি ক্রমশঃই ক্ষুদ্র হতে থাকি নিজের মাঝে অপরাধীর মতো চোরা চোখে চেয়ে বলি "পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি তোমায়"; বিশ্বাস করো, ভালোবাসা শব্দটা তখন বড়-ই ঠুনকো লাগে আমার তবে সুস্মিতা বেশ আশ্বস্ত হয়, খানিকটা এগিয়ে দেয় নিজেকে.. আমিও কিছুটা সাহসী হই যেন অকস্মাৎ ছুঁয়ে দেখি তার গ্রীবা... তারপর ঠোঁট... তোমার গালের সেই টোল-টা কে আনমনে খুঁজতে থাকি সুস্মিতার গালে- আচমকা সম্বিত ফিরে পেয়ে নিজেকে সামলাই- এ কি করছি আমি! এ যে দ্বিতীয় প্রতারণা! অতীত-তাড়িত আমি আবারো আপ্লুত হতে চাই সুস্মিতার ভালোবাসায়, কিন্তু গলার কোথায় যেন দলা পাকায় অপরাধবোধ অশ্রু-শূন্য এই আমার হৃদয়ে রক্তক্ষরণ- সুস্মিতা দেখে না, দেখো না তুমিও... নিজেকে লুকিয়ে স্বাভাবিক হই বরাবরের মতো প্রতি মুহূর্তেই... সুকৌশলে... এ এক নিদারুন অভিনয়- বেঁচে থাকার... ভালোবাসার... ভুলে থাকার... প্রত্যাখান করে কে কবে কষ্ট পেয়েছে? রূঢ়তায় ঠেলে দিয়ে কে কবে কেঁদেছে? *** আমার নীলাভ নিক কর্তৃক প্রকাশিত এ পোস্টটির প্রকাশকাল ২০০৭-০৭-৩১, ১৫:২২:৫৯। আমার প্রিয় এই কবিতাটি সর্বদা অনুপ্রেরণাদায়ী, আমার কবিতার এক নিয়মিত পাঠকের অনুরোধে "দেবদারু" ব্লগ থেকে পুনঃপ্রকাশ করা হলো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।