আমাদের কথা খুঁজে নিন

   

অভিনয়. . .

ভালো লাগে...ভালোবাসতে...

দিনের শেষে, একা বসে, ভাবি নির্জনে- কি পেয়েছি. . . কি হারিয়েছি. . . এই জীবনে ? পাওয়ার খাতা ফাঁকা লাগে, না পাওয়াটাই বেশি. . . তাই বলে এই বেঁচে থাকাই বৃথা হল বুঝি ! যতই বুঝাই অবুঝ মন. . . বারবার ই করে ভুল। ব্যাথাতুর হৃদয়, অশ্রুসিক্ত দুই চোখ। দিন ফুরিয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা ঘনিয়ে রাত. . . অনিদ্র এ দুই চোখে, শুধুই হাহাকার। তিলে তিলে বোনা স্বপ্ন. . . মনের গহীন কোণে, কোনো এক ঘূর্ণিঝড়ে, ভাঙ্গে চুরমার হয়ে. . . নীরবতার মাঝেও সেই শব্দ, খান্‌খান্‌ হয়ে বাজে. . . ভেঙ্গে যাওয়া স্বপ্নের টুকরো, শেলের মতো বিঁধে। তবুও সময় যায় চলে, ধূলোর আস্তরন ফেলে. . . ব্যস্ত কোনো দিনের শেষে, ভাবনাগুলো জড়িয়ে আসে- " নিঃস্ব হয়েও এ জীবনে থেমে থাকা দায়. . . তবে কি এই বেঁচে থাকা অভিনয় ছাড়া কিছু নয় ??? "


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।