আমাদের কথা খুঁজে নিন

   

দেয়াল



পৃথীবি কলুষিত, ঘৃণার বিষাক্ত কালো ধোঁয়া গেছে ছেয়ে চারিদিকে । শিশির, বৃষ্টির ফোঁটা, ধূষর মেঘ আজ নির্মমভাবে দূষিত সেই দূষণের দাগে। পৃথীবি কলুষিত, দম্ভ, বিদ্বেষ, জশের নেশায় তৈরী করা উচু উচু দেয়ালের ভিড়ে। পৃথীবি কলুষিত, পৃথীবির দুই প্রান্তে নির্লিপ্ত দাড়িয়ে থাকা তোমার আমার নিঃশব্দ দীর্ঘশ্বাসে। পৃথীবি কলুষিত, তাই হয়ত আমাদের হৃৎপিন্ড ক্ষরিত চোখের কোণের জলবিন্দু আজ আর কারো হৃৎপিন্ড ষ্পর্শ করে না। পৃথীবি কলুষিত, তাই হয়ত তোমার আমার আর্তচিৎকার পৃথীবির সীমান্ত ছাড়িয়ে দূরে বহুদূরে থাকা সৃষ্টিকর্তার কাছে পৌছে না। পৃথীবি কলুষিত, তাই হয়ত কোনোদিন নির্লজ্জভাবে বেড়ে ওঠা এসব দেয়ালের ভিড়ে, তুমি আমি হারিয়ে যাব ফেলে সব দৃষ্টির সীমানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।