আমাদের কথা খুঁজে নিন

   

দেয়াল

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

দেয়াল আমি ভাঙ্গবো দেয়াল, আমি ভাঙ্গবো দেয়াল আমার খেয়াল মত। আমি ভাঙ্গবো দেয়াল যেই দেয়ালে ক্ষত, যেই দেয়ালের ওপাশ ভরা সৃষ্টিছাড়া আনন্দেরই উৎস যত। আমি ভাঙ্গবো দেয়াল। আমি ভাঙ্গবো সকল বাঁধার পাহাড়, রইবো না আর শান্ত উদার।

ছড়িয়ে দেবো উৎসাহ মোর সেই শিশুটির প্রাণের ভেতর, যেই শিশুটি আনবে নতুন খুশীর জোয়ার। আমি রইবো না তো এই পাশে আর কষ্ট-গ্লানি যেথায় ভরা, সংঙ্গী মোদের দুঃখ-জরা। জীবন সেতো পাগলা ঘোড়া, ছুটছে কোনো লক্ষ্য ছাড়া, নেই তো কোন সঠিক কোন নির্দেশনার। আমি গড়বো নতুন বিশ্ব, যেথায় রইবে না কেউ নিঃস্ব। যেথায় রইবে না তো অনাহারে দিন কাটাবার দৃশ্য।

যেথায় থাকবে না কেউ প্রভূ কিংবা শিষ্য। আমি গড়বো নতুন বিশ্ব। মোর বিশ্ব থাকবে শান্তি, সুখ আর উল্লাসেতে ভরা। করবে সবাই সম্পদেরই সমান বাটোয়ারা। লড়বে সবাই বিশ্বটাকে অনেক সুখী করতে চাইবে না কেউ কারো মাঝে কোনো দেয়াল গড়তে।

'ধনী' 'গরীব' শব্দগুলো থাকবে না তো আর থাকবে সকল মানুষেরই সমান অধিকার। দারিদ্র্যেরই জীর্ণতা সব কাটিয়ে ওঠার সুখে, ফুটবে হাসি বৃদ্ধ, তরুণ এবং শিশুর মুখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।