আমাদের কথা খুঁজে নিন

   

দেয়াল

দি ট্রুথ ইজ আউট দেয়ার..
আমরা সবাই স্বাধীন বাংলাদেশের নাগরিক, এ দেশেই জন্মেছি আমরা। একই ভাষায় কথাও বলি। গনতন্ত্র, স্বৈরতন্ত্র কতকিছুর চর্চা ই না করি। অথচ পাশের জমির মানুষটিকেই এক বর্ণ বিশ্বাস করিনা। গড়ে তুলি সুরক্ষার দেয়াল।

তাতেও রক্ষা হয়না, বছরের পর বছর চলতে থাকে জমি জমার মামলা। অথচ নিজে অন্যের জমিতে লোভ না করলেই কিন্তু এত অর্থ ব্যয় করে সুউচ্চ দেয়াল তোলার প্রয়োজন পড়েন প্রয়োজন পড়েনা বছেরর পর বছর ধরে চলা সংঘাতের। সীমানা বোঝার স্বার্থে সামান্য নিশানা থাকলেই চলে। একবার ভাবুন তো শুধু আমার নিজ দেশের ভাইয়ের প্রতি অনাস্হা থেকে কত অর্থ অপচয় করতে হচ্ছে আমাদের বছেরের পর বছর। দূরে সরে যাচ্ছি আমরা পাশের বাড়ির মানুষটির কাছ থেকে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।