আমাদের কথা খুঁজে নিন

   

অনেক কথাই বাতাসে হারিয়ে গেছে, বহুগান ক্ষয়ে যেতে যেতে বুড়ো!

জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।

১. সারারাত ঘুমের ঘোরে শুধু উড়োজাহাজ উড়ে যাওয়ার শব্দ শুনছি, মাঝে মাঝে আবার মার সাথেও কথা বলছি। ইদানিং খুব নিয়ম করে এমনটা হচ্ছে। একসময় সুখি মানুষের মতো আমার ঘুম দেখে আমার মা আমাকে নিয়ে হাসাহাসি করতো, যখন দেশ ছেড়ে চলে আসব, সব ঠিক, মার একটাই চিন্তা ছিল আমাকে ঘুম থেকে ডেকে তুলবে কে! মা হয়তো জানে না আমি এ্যলার্ম বেজে উঠার আগেই এখন ঘুম থেকে উঠি। ইদানিং মাকে খুব মিস করছি।

দেশে যাবো, যাচ্ছি করছি গত দুবছর ধরে, যেতে পারছি না। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলাম। বাসায় এসে মার কথা ভেবে অনেক কেঁদেছি। মনে হচ্ছিল মার কোলে মাথা রাখলে এখুনি ভালো হয়ে যাবো। পাসপোর্টটা হাতে থাকলে হয়তো সেদিন চলেই যেতাম।

মাঝে মাঝে ইচ্ছে করে সবকিছু ছেড়ে দৌড় দিই, মাকে দেখবো। দেশে থাকতে আমাকে কোনদিন হাসপাতালে যেতে হয় নি। মাঝে মাঝে অসুখ করলে কাউকে কিছু না বলে বিছানায় শুয়ে থাকতাম। মা ছোটভাইকে পাঠিয়ে বাসায় ডাক্তার ডেকে আনতো। বাসায় কোনদিন নিজে থেকে অসুখের কথা বলতাম না কিংবা ডাক্তারের কাছে যেতাম না বলে বাবার কাছে কতো কথা শুনতে হতো।

বিদেশে এসে বাবার কথা শুনতে হয় না। তারপরও নিজেকে শুধরে নিয়েছি! ২. বন্ধুর কথা লিখতে বসে লিখে ফেললাম কি! মুনতাকিম আমার বন্ধু সপ্তাহখানেক ছুটি কাটাতে এখানে আসছে, সকালে রওয়ানা দিয়েছে, আন্টি সেটা জানানোর জন্য ফোন দিয়েছিল। এখান থেকে সিএ পড়া শেষ করে সে দেশে চলে গেছে, আমিই তাকে চলে যাবার জন্য উৎসাহ দিয়েছিলাম। সেই থেকে এ্যকাউন্টিং ফার্মে কাজ করছে, এখন নাকি কর্পোরেট প্রতিষ্টানগুলো লাখ ছাড়িয়ে অফার দিচ্ছে। দেশে এ্যকাউন্টিংয়ের ভবিষ্যৎ ভালোই দেখি! তো ও আসছে দেখে আমি কাজ থেকে ছুটি নিয়ে রেখেছি, ইতিমধ্যে কোথায় কোথায় ঘুরতে যাবো সেটা ও ঠিক করে রেখেছি।

৩. গান আমাদের ভাই বোন, গান ছাড়া কি আমাদের একদিন ও চলে! গানের কথায় আসি। এখানে এখন চারিদিকে কনসার্ট আর কনসার্ট। আগস্টের দু-তিন তারিখ মেটাল ব্যান্ডের একটা ফেস্টিভ্যালে যাবো বলে অনেক আগে থেকেই মনস্থির করে রেখেছিলাম, শেষপর্যন্ত যাচ্ছি না। ইদানিং মেটাল শুনতে কেন জানি ভালো লাগে না, অথচ কিছুদিন আগেই মেটাল ছাড়া কিছু বুঝতাম না। মেটালিকা, ড্রিম থিয়েটার, আইরন মেইডেন আরো কত কি! অলটারনেটিভ রক আমি আগেও শুনতাম, এখন এটাই বেশি শুনছি।

ইমন জুবায়ের ভাইয়ের কল্যাণে 'পোয়েটস অফ দি ফল' ব্যান্ডের সাথে পরিচিত হবার পর থেকে ওদের গান শুনছি। যারা শুনেননি 'স্লিপ' 'ফ্রেজাইল' গানদুটো শুনে দেখতে পারেন। ফোক গানের প্রতি আগে তেমন আগ্রহ ছিল না আমার। ইদানিং ফোক গান খুব শুনছি। মেটাল শুনার বয়েস কি তাহলে চলে গেলো! তাইতো বলি দেশে ফোন করলেই মা খালি বিয়ের কথা কেন বলে! ব্রাড পেইসলি'র 'হুইস্কি লুলাবাই' আগে না শুনে থাকলে এখানে শুনুন।

টিম ম্যাকগ্র'র 'আই নিড ইউ' গান। লেখাটি গতকাল লেখা। বন্ধুদের নিয়ে আজকে ঘুরতে বের হয়েছিলাম। ফেরারি'র শোরুমে গিয়ে এফ১ গাড়ি দেখে ছবি তোলার লোভ সামলাতে পারি নাই। একটা শোপিস ও কিনলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.