আমাদের কথা খুঁজে নিন

   

বাবাজি

আমার বাবা মস্ত বাবা দেশ জুড়ে তার খ্যাতি নাই কেহ তার সমকক্ষ করেন মারেফতি। ঝাড়-ফুঁকে তার রোগ সেরে যায় এই কথাটি খাঁটি চোর ধরিতে করে চালান সোনা রুপার বাটি। বাবা আমার মহা পুরুষ মস্ত জ্ঞানবান রাত দুপুরে ভক্ত মাঝে করেন এলেম দান। আমার বাবার অনেক পাওয়ার জানেন মুজেজা গভীর রাতে শুরু করেন নারী দেহে ভেজা। নারী বাবার মা-কন্যা নারী বাবার জায়া পর্দাহীনা অপছন্দ তার পছন্দ তার কায়া।

বাবার অনেক বয়স হল প্রায় সত্তর-আশি তার মনে ভাই আজো বাজে প্রেম পিরীতের বাঁশী। কয়েকদিন গত হল বাবা ভাবছে মনে মনে সারা বাংলা চমকে দিবে কুমারী বউ এনে। এমনিতে তার ঘরটি যেন নারীর গুদাম খানা বিয়ে করা চার পাঁচ বউ বাকীরা অজানা। বাবার কথা বলব কি আর তিনি খবর রাখেন সবি তার কথা ভাবতে গেলে দেখি তার নূরানি ছবি। বাবার অনেক ভক্তবৃন্দ বাবা বলতে অন্ত প্রাণ গরু ছাগল হাঁস মহিষ যে যা পারেন করেন দান।

বাবা আমার অনেক ভাল অবিবেচক নন দান যার অনেক বড় তাকে দেন মন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।