আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তি

আজ কষ্টগুলো আমার ঘাসে ঘাসে ফুলের রেনু হয়ে সবুজ মাঝে মেশে। মেঘে মেঘে ছেয়ে ছেয়ে দুরের দেশের সোপান বেয়ে অন্ধকারের রেশে, তঁারা হয়ে জ্বলে ওঠে মিট্‌মিটিয়ে শেষে। ভালোবাসার ছায়ায় ছায়ায় পুরাকালের স্তব্ধ মায়ায় প্রত্নরিতির খাঁজে খাঁজে ধুলোর আবরনের মাঝে বাজে কোন এক অচিন সুরে বিস্মৃতিরই সাজে। হয়ত আবার হাওয়ায় হাওয়ায় ঢেউয়ের তালে ভেসে, যাবে তারই কাছে পাছে, দুরে, মাঝে আমায় খুঁজবে যে। দুঃখগুলো আমার আপন করে নেবে যখন সে বুঝব আমি, আমায় এখন সে ভালোবাসে যে! আমার সকল দু্ঃখ ব্যথা তখন যেন, তার নয়নের লোনাজলের সদয ফোটা তৃন। সে বলবে আমায় 'কেন এমন করে, দু্ঃখ দিলে অভিশাপের সুরে?' বলব আমি 'এনয় অভিশাপ! আমার চোখের জলে ফোঁটা দুঃখ স্রোতের কাব্য তরে তোমার করা পাপ।' তখন আমার দুঃখগুলো ভেসে ঠাঁই নেবে তার বুকের শুন্য চিলেকোঠায় এসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।