আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তি

তুমি আছো আমার গ্রহণ লাগা চাঁদে ছুঁয়েও পাই না দূর থেকেও না আমি শুধু ডুবে যায়, ডুবে যায় নিভৃতে| চোখের কালোতে তুমি সাজিয়ে রাখো যে সমুদ্র মাঝে মাঝে মনে হয় আমি তাকে চিনি তার মাঝে সামান্য পরিবর্তনে জেগে উঠা কোন সবুজ দ্বীপের চিহ্ন ভেবে যখন ই ছুঁটে যায় তলিয়ে যায় প্রতিবার ভূমির দেখা পাবার আগেই নির্মম চোরাবালিতে প্রতিমুহূর্তে তৃষ্ণায় পুড়ি এক গলা জলে দাড়িয়েই, তোমাকে দোষ দিয় না এতে পূর্ণ জ্যোত্‍স্না কখনো আমার নয় এমন ই হয়তো লেখা অদৃষ্টে নিয়তি কে কি করে খন্ডায় অদৃশ্য ভাঙ্গন কি আর শত চেষ্টায় ও জোড়া যায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।