আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তি

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

গাছের মাথায় পাখির বাসা, একজন কাঠুরে। এই হল এক দুই তিনের নিয়তি। অনেক দিন তোমাকে ভেবে কবিতা লেখা হয়নি। অথচ একটা একটা করে দিন, চলে যায় সীমানার ওপারে।

চারিদিক ঘটনাবহুল, জীবনের পাতা সাদা কাল আবার রঙীন। রাতগুলো গভীর থেকে গভীরে যায়; এদিকে আমি ভাবি, অন্যদিকে তুমি। সাক্ষী হয় একহাজার এক বিনিদ্র রজনী। জীবনের গল্পটা আরও রোমাঞ্চিত হতে পারত, কিংবা হতে পারত একটা অদেখা সমাপ্তি। শেষ অংক, এক ছন্দহীন ভালবাসাবাসি।

গাছের মাথায় পাখির বাসা, একজন কাঠুরে। এই হল এক দুই তিনের নিয়তি; আমাদের সাঁচে ঢালা নিয়তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।