আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তি

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

নিয়তি সেতো তিরোধান করেছি সেই কবে! যেদিন ভবে সন্ধ্যার বাতাসে উড়ে গিয়েছিলো বক পক্ষি কোকিল আর কাক মিলে সভা করেছিলো মধুমতির তীরে! শকুনেরা পাখা ঝেড়ে এসে ছিলো কাঙ্গালি ভোজের খোঁজে প্রজাপতি রঙিন পাখা মেলে ময়ূর পেখম তুলে নেচে ছিলো শকুনের আগমনে । হুতোম পেঁচার কষ্টে বিবর্ণ হয়েছিল সেদিনের সেই সভা দুঃস্বপ্নের দলে অতিথির ভীড় দেখে মরা নদীর যৌবনে খুশি হতে পারেনি জল রাশি । ঘাস ফড়িংয়ের চাপা চাপিতে ফিরে এসে ছিলো ভোমরা মৌমাছি আর ঘাস ফড়িংয়ের নাচা নাচি দেখে ঘাস ফুলগুলো আঁচড়ে পড়েছিল ঘাসে সেই থেকে হায় নিয়তিরে দিয়েছি বিদায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।