আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তি

আহসান জামান

সারারাত সত্বার কাছে বসে দেখি আগামী আলোর পথে ম্রীয়মান গোধূলী-পোষাক। ভীতু দু'চোখে তাই স্বপ্নের দীর্ঘছুটি। নির্বাক ঘুমের প্রার্থনাকাতর জনতার নরোম রেখাতেও ফোটে আদমের লোভ। মৃত্তিকার মানুষেরা হেঁটে ফেরে দীর্ঘ চেনাপথে, ছেদ করে ভুলের স্তর। নাড়ীর টান ছেঁড়া দু'কানি জমিনের মায়া ছেড়ে ফেরারি মানুষেরা নিয়ত চড়ে বসে আপোষ-যানে। চৈত্র-হাওয়ায় পোড়া তামার সন্ধ্যায় দু'ডানায় ভর করে ফিরে আসে পাখিরা অবিরত। ক্লান্তরাতের বিছানায় তাই - নিজেই খুলে ফেলি নিজস্ব খোপের আগুন; পোড়ার আগেই পুঁড়তে শিখি এপোড়া দেহে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।