আমাদের কথা খুঁজে নিন

   

মেইড ইন বাংলাদেশ’ ও ঢাবি অধ্যাপকের চার ফর্মুলা

গত ৫ মার্চ বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, দুই প্রধান নেত্রীকে এক টেবিলে আলোচনায় বসালেও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে চলমান রাজনৈতিক সংকট সমাধান সম্ভব নয়। গণতন্ত্রে ভিন্নমত থাকতে পারে; কিন্তু সমাধানও থাকে। মতবিনিময়ের মাধ্যমে আমাদেরকেই সম্ভাব্য পথ খুঁজতে হবে। এ থেকে নিজেদের বঞ্চিত করতে পারি না। রাজনৈতিক সংকট নিরসনে বিদেশি কূটনীতিকদের ফর্মুলা প্রসঙ্গে তিনি বলেন, বাইরের কোনো ফর্মুলায় নয়, আমি 'মেইড ইন বাংলাদেশ' সমাধান চাই।

এ বিষয়ে গত ১১ মার্চ সমকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ চার ফর্মুলা উপস্থাপন করেন: এক নজরে চার ফর্মুলা এক তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সর্বশেষ বিদায়ী প্রধান বিচারপতি এর প্রধান থাকবেন না। নিরপেক্ষ কাউকে এ পদে বসানো হবে। দুই বর্তমান সংসদ সদস্যদের মধ্য থেকে উভয় দলের পাঁচজন করে সদস্য নিয়ে সরকার গঠন। প্রধান উপদেষ্টা হবেন বর্তমান শাসক দল থেকে। তিন সরকারি ও বিরোধী দলের মনোনীত পাঁচজন করে সদস্য নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন।

প্রধান উপদেষ্টা হবেন নিরপেক্ষ কোনো ব্যক্তি। চার সরকারি ও বিরোধী দলের তিনজন করে সংসদ সদস্য এবং নির্দলীয় চারজন, মোট ১০ জনকে নিয়ে সরকার গঠন। নির্দলীয়দের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা। লিংক দেখুন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.