আমাদের কথা খুঁজে নিন

   

মেইড ফর ইচ আদার

YOU CAN DO ANYTHING, BUT NOT EVERYTHING আলহামদুলিল্লাহ্ অবশেষে আমি বিবাহিত এবং একইসাথে জীবিত (সত্যি বলতে বেঁচে থাকার ইচ্ছা আগের থেকে কয়েকশ গুন বেড়ে গেছে)। গত ১৯ শে এপ্রিল বাদ আসর কখনও না দেখা, না চেনা, না জানা একটি ♥মেয়ের♥ যাবতীয় দায় দায়িত্ব কাজী সাহেবের সহায়তায় আমার হাতে সমর্পন করল আমার শ্বশুর। এবং হঠাৎ করে নিজেকে কেমন যেন ভাড়যুক্ত পদার্থ মনে হত লাগল। ♥আমার বৌয়ের♥ বাড়ী এবং আমাদের বাড়ী একই ইউনিয়নে, এবং আমার শ্বশুর ব্যবসায়ীক কারনে গত তিন বছর ধরে আমাদের বাড়ীর কাছে বসবাস করে আসছে, আর আমার সম্পর্কে আমার আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশির অতিরিক্ত চর্বিযুক্ত প্রসংশার কারনে আমার শ্বশুর-শ্বাশুড়ী আমার গূন মুগ্ধ হয়ে পড়ে। এবং যেহেতু তাদের একটি ♥মেয়ে♥ আছে তাই তারা আমাকে মনেমনে তাদের একমাত্র ♥মেয়ের♥ হবু স্বামী হিসেবে চূড়ান্ত ভাবে নির্বাচন করে।

কিন্তু তখন আমার মাস্টার্স শেষ না হওয়ার কারনে তারা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোন ধরনেরই প্রস্তাব পাঠায়নি। গত ডিসেম্বরে আমাদের বাড়িতে প্রস্তাব পাঠায়, কিন্তু আমার শ্বশুর ব্যবসায়ী হবার কারনে আমার মা প্রথমে রাজি হননি। আর আমাদের বাড়ীতে তখন মেয়ে দেখার ধূম তাই এই প্রস্তাব টা দীর্ঘ ৪মাস ঝুলে ছিল। কিন্তু কি আর করা, বিধির লিখন না যায় খন্ডন। অবশেষে আমার আব্বা আম্মা গত ১২ই এপ্রিল ♥মেয়ে♥ দেখতে রাজী হয়, এবং ♥মেয়ে♥ দেখার সাথে সাথে তারা এই♥মেয়েকে♥ তাদের ♥পুএবধূ♥ করতে সম্মতি প্রকাশ করে।

আর তার ফলশ্রুতিতে ১৯ শে এপ্রিল ♥আমাদের♥ শুভবিবাহ সম্পন্ন হয়। ♥আমরা♥ ♥বাসর ঘরের♥ দরজা বন্ধ করার আগে, কেউ কাউকে দেখিনি, এমনকি ছবি পর্যন্ত দেখিনি, কোন কথা বলিনি, এমনকি ফোনেও না। তারপর ও আমাদের মধ্যে অনেক অনেক মিল, যেমন অতিরিক্ত সাজগোজ পছন্দ না, প্রিয় মাছ চিংড়ি, প্রিয় শাক পুইঁ, ডিম ভাজি আলু ভর্তায় অনেক বেশি খুশি, মুরগি খাই তবে শুধুমাত্র রান এবং গিলা, কিছুটা চঞ্চল স্বভাবের, বাচ্চাদের খুবই পছন্দ করি, উচ্চতার দিক থেকেও অনেকটা মিল আমি ৫"১১ ♥ও♥ ৫"৭, অনেক সময় দেখা যায় ♥আমাদের♥ ফোন রিং বাজার আগেই রিসিভ হয়ে যায়। আবার একজন আরেক জনের কথা মনে করতে না করতেই রিং বাজতে থাকে। আমি ♥ওকে♥ বাসর রাতে বলেছিলাম তুমি শুধু আমার ১ম ও শেষ ♥বৌ♥ নও প্রেমিকাও ।

আর সকলের দোয়ার ♥লাভ আফটার ম্যারেজ♥ ভালই চলতেছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন ================================= লেখাটা দিতে দেরি হওয়ার জন্য দুঃখিত, আর এর পিছনে দুটি শোকের ঘটনা জড়িত। আমার সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয় বন্ধু আমার বিয়ের ঠিক একদিন আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করে । আর সাভারের রানা প্লাজার ঘটনা। ================================= আর হঠাৎ করে কেমন যেন সামুর প্রতি আমার অনাগ্রহ।

বুঝলাম না, যেই আমি গত ২ বছর সারাদিন সামুতে লগইন থাকতাম সেই আমি গত ২ মাসে মনেহয় না সবমিলিয়ে ২ ঘন্টা লগইন ছিলাম। এবং শুধুমাত্র আমার বিয়ের কথা সকলকে জানানোর জন্য এই ব্লগ টা লিখলাম। সবাই ভাল থাকবেন খুব ভালো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.