আমাদের কথা খুঁজে নিন

   

আমি মেইড ইন চায়না আপনি ?

আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।
লিখার প্রথমেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বছরের প্রথম পোষ্টা কি নিয়ে লিখা যায় কিছুদিন যাবত তাই নিয়ে চিন্তায় ছিলাম। লিখার তেমন কিছুই না পাওয়ায় এই বিষয়টা নিয়ে লিখলাম। আমি জীবনে এক বার হইলে ও চায়না যাইতে চাই ওদের জিনিষ গুলো সারাদিন আমার সাথে সাথে থাকে তাই আমি একবার দেখতে চাই ওদের দেশ টাকে।

যাদের জিনিষ আমি সারাটা দিন ব্যাবহার করি ঐ দেশটা একবার না দেখলে আমার জীবনটাই ব্রিথা থাইকা যাবে। এই ব্লগের কেউ যদি চায়না থেকে থাকেন তাইলে কি আমার সাথে একটু যোগাযোগ করবেন ? আমি চায়না যাওয়ার বেপারে আপনার সাথে একটু কথা বলতে চাই। আজকাল চায়নার জিনিষ গুলো আমাকে কেমন যেন পেয়ে বসেছে। এখনকার প্রায় সব প্রোডাক্টই মেইড ইন চায়না। কয়েকটা উদাহারন না দিলেই নয়।

এটা আমার ট্রাভল ব্যাগ: আমার শার্ট: আমার জ্যাকেট: আমার পেন্ট: আমার মুজা: আমার কি বোর্ড: এই রকম আমার ব্যাবহারের প্রায় সব জিনিষই মেইড ইন চায়না টুথ ব্রাস চায়না, কটন বার চায়না, চিরুনী বা চুলের ব্রাস তাও চায়না, আমার মনিটর আসের এর তাও চায়না গত পরশু একটা মোবাইল নিলাম তও মেইড ইন চায়না খুবি কম দাম কিন্তু কামের আছে সামনে পিছনে ২টা ক্যামেরা। আছে লোকাল টিভি দেখার ব্যাবস্থা পছন্দের অনুষ্ঠান রেকর্ড করে রাখার ব্যাবস্থাও আছে। এফ এম রেডিও আছে। সব থেকে ভালো যেই জিনিষটা যেটার জন্য এই সেট কেনা তা হইলো একি সাথে ২টা সিম চলে। আর সাউন্ট কোয়ালিটি এন ৯৫ এন৯৬ এইটার ধারে কাছে ও না আর এত এত কিছু কিনলাম মাত্র ৮০০০ টাকার কিছু বেশি দিয়ে।

নোকিয়ার ব্যাটারি কাজ করে এই সেটে চার্জারও নোকিয়ারটাই চলে.. ছবি: সূত্র
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.