আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীর পথে পথে দুর্ভোগ

ইমদাদুল হক বার্তা২৪ ডটনেট ঢাকা, ১১ মার্চ: পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ রাখা হয়েছে রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করা বেশ কয়েকটি গণপরিবহন। ফলে সাত সকালেই পথে পথে দুর্ভোগের শিকার হয়েছেন অফিসগামী যাত্রীরা। সকাল সাতটা থেকেই স্বল্প যান আর যাত্রীর দীর্ঘ লাইন দেখা গেছে প্রধান সড়কগুলোতে। এমন পরিস্থিতিতে লোকাল সার্ভিসের অনেক বাসই আজ গেট লক সার্ভিস চালুর অজুহাতে আদায় করছে বাড়তি ভাড়া। এ নিয়ে জায়গায় জায়গায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেথা গেছে যাত্রী-কন্ট্রাক্টর আর হেলপারের বচসা।

কোনো কোনো রুটে এ নিয়ে দেখা গেছে হাতাহাতির ঘটনাও। অনন্যোপায় হয়ে তিন থেকে চারগুণ ভাড়া দিয়ে রিক্সার পাশাপাশি ভ্যানে চড়েও অফিসের পথে রওনা দিয়েছেন অনেকেই। কিন্তু বিভিন্ন রাস্তায় এসব যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় আরও বিপত্তিতে পড়েন যাত্রীরা। সকাল সাড়ে নয়টার দিকে সংসদ ভবনের সামনে দেখা গেছে এমনই দৃশ্য। ভ্যান থেকে নামিয়ে দেয়া হয়েছে যাত্রীদের।

প্রায় একই সময় আসাদ গেট সংলগ্ন ‘আড়ঙ’ মোড়ে দেখা গেছে যাত্রী-শ্রমিক ধ্বস্তাধস্তি ও হাতাহাতি। এমন পরিস্থিতিতে পাশেই দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে নির্লিপ্ত ভূমিকায়। এদিকে বসুন্ধরা নর্দ্দা এলাকা থেকে আজিমপুরগামী দ্বিপ বাংলাসহ মিরপুর ১৪, ১০, ১ ও ২ নম্বর, কাজীপাড়া, শেওরাপাড়া, আগারগাঁও, ফার্মগেট, পল্লবী, গুলশান ১, ২ নম্বরসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টের বাস কাউন্টারগুলো বন্ধ হয়ে যাওয়ায় চনম দুভোর্গে পড়েছে স্থানীয়রা। দুর্ভোগে পড়েছেন বিভিন্ন স্কুলগামী ছাত্রছাত্রী এবং পরীক্ষর্থীরাও। অপরদিকে রাজধানী শহরের প্রবেশপথ গুলোতেও একইভাবে গাড়ি চলাচল একেবারেই কমে যাওয়ায় যাত্রীদেরকে নির্ভর করতে হচ্ছে রিক্সা, ভ্যান ও সিএনজি’র ওপর।

গাবতলী, সায়েদাবাদ, মহাখালীসহ প্রায় প্রতিটি বাসস্ট্যান্ডই এখন কার্যত পরিবহন বাসের সঙ্কট। এসব স্টেশনে বাস থাকলেও এগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে। একইভাবে সকালে বরিশাল, চাঁদপুরসহ বিভিন্ন রুট থেকে আসা লঞ্চগুলোকে ঘাটে ভিড়তে দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী যাত্রীদের অভিযোগ, তাদেরকে কেরানিগঞ্জে নামিয়ে দেয়া হয়েছে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।