আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতে ইসলাম বনাম হেফাজতে আওয়ামী লীগ/শাহবাগ

পিং পং আজ ব্লগ জুড়ে মত্কার শুরু হইছে। হেফাজতে ইসলাম আসলে নাকি হেফাজতে জামাত। জামাতকে সেভ করতেই তাদের এই আন্দোলন। ধর্ম এখনে বিষয় না। বিটলা জ্ঞানীরা আন্দোলনের আড়লে কি আছে খুঁজতে বাহির হইছেন, দেখে ভাল লাগলো।

বিরোধী দল যখন বলে শাহবাগের আন্দোলন আড়লে আওয়ামী লীগ তাদের কুকীর্তি লুকাচ্ছে তখন এই বিটলা জ্ঞানীরাই আবার বানী দেন আন্দোলনের আড়ালে আবার কি আন্দোলনের বিষয়টাই তো আসল। আন্দোলান নিয়ে কথা বললে তুই ছাগু। আপনি আন্দোলন করলে কে ফায়দাবান হয় তা বলা যাইবো না, আর আমরা আন্দোলন করলে বিষয় থুইয়া আপনি এইটার পিছনে কে লাভবান হবে তা নিয়া মাথা ঘামাইবেন, এমন দ্বৈতনীতি কেন? ধর্ম বিদ্বেষী নিয়া আজকে প্রথম আন্দোলন হচ্ছে? আইন আদালত এই বিষয় নিয়া এই প্রথম মাথা ঘামচ্ছে? এই প্রশ্নে লেঞ্জ দুই উরুর ফাঁকে লইয়া আপনে প্রশ্ন স্কেইপ করবেন। ভালো ভালো। তোমাদের ভন্ডামী আমাদের জন্য নতুন না।

গত বছর ২১ মার্চ হাইকোর্ট ইসলামবিদ্বেষী এসব ব্লগ বন্ধসহ ধর্মদ্রোহী নাস্তিক এসব ব্লগারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়। তখন এইটা কার্যকর করা হইলে এই মোল্লারা তো আজ আন্দোলন করতো না। আর যে আসিফের জন্য এই মায়া কান্না সে তো শুধু ধর্ম না আদালতও অবমাননা করেছে। সে কি তখন আদালতের রায় মেনে নিতে অস্বীকার করে নাই? সাহবাগে নতুন মুক্তিযোদ্ধা আইছে। জামাত নিষিদ্ধের লাগি কঠিন কর্মসূচি দিতে এদের কোমরে ব্যাথা উঠে।

কিন্তু নাস্তিক ধর্ম বিদ্বেষীদের বাঁচাইতে ঠিকই হরতাল দেওয়া যায়। এইটাই কি আপনার প্রানের দাবী। এইটার জন্যই কি শাহবাগ গেছেন? সহযোদ্ধা ড়্বকী মরলে আপনেরা কোন আন্দোলনে যান না। যদি সরকার নারাজ হয়। এই সাহস নিয়া মুক্তিযোদ্ধা হবেন? দেশপ্রেমিক হিসাবে নিজেকে প্রমান কারা জিএম সিরাজী উপর সরকার মামলার পর মামলা দিলে আপনে চুপ থাকেন।

এখন বাংলা পরীক্ষা। আরে ব্যাটা এই জিএম সিরাজী হইলো সাধারন মানুষের চোখে আসল মুক্তিযোদ্ধা। দেশকে ভালবেসে সে তার লাইফটাই অনিশ্চয়তার মাঝে ফালাই দিছে । এই ব্যাক্তিই আসল মুক্তিযোদ্ধা। সরকারি বিরিয়ানি খাইয়া জিগির করা কোন আবাল না।

অ:ট: ফিফা'র পোষ্ট দেখে মাথা গরম করে লেখা। মাথা ঠান্ডা হলে গোছিয়ে লেখার ইচ্ছা আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.