আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ২৫ টি গ্যাং। পর্ব-৩।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ > পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ২৫ টি গ্যাং। পর্ব-১ > পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ২৫ টি গ্যাং। পর্ব-২। ১১) Area Boys বিশ্বের গ্যাং গ্রুপদের মধ্যে এদেরই সবচেয়ে নিষ্ঠুর এবং হিংস্র হিসেবে মানুষ জানে।

কারণ গ্রুপটি গরেই উঠেছে রাস্তার শিশু, এতিম এবং জেলখানার পুলাপান দিয়ে। যাদের না আছে নিজেদের জানের মায়া না আছে অপরের প্রাণের মায়া। নাইজেরিয়ার এই গ্রুপটি অল্প কিছু টাকার জন্যে যে কাউকে হত্যা করতে পারে। কাজেই তাদের ভয়ে ভিত থাকতে হয় নাইজেরিয়াবাসিদের। গ্রুপটিকে (Agberos) নামেও ডাকা হয়।

নাইজেরিয়ার লাগোস দ্বীপে হলো এদের মূল আস্তানা। রাস্তায় ছিনতাই, পকেটমার, ড্রাগস বেচাকেনা, খুন হলো তাদের মূল কাজকর্ম। এছাড়াও শহড়ের বিভিন্ন বাড়িতে হানা দিয়ে ডাকাতি করা, ব্যাংকে আক্রমণ করে টাকা পয়সা লুট করাও তাদের একটি কাজ। ২০০৭ সালের সমিক্ষা অনুযায়ি গ্রুপটিতে ৩৫,০০০ এর অধিক সদস্য রয়েছে। ১২) Almighty Black P. Stone Nation. এটিও বস্তির পুলাপান দিয়ে গরে উঠা একটি ভয়ানক মাফিয়া গ্রুপ।

সিকাগোর প্রায় ৩০০০০ আফ্রিকান নিয়ে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়ে এখনো চালিয়ে যাচ্ছে তাদের কর্মকান্ড। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ড্রাগ এসে তাদের হাতে পৌছায় এবং তারা সেটা আমেরিকার বিভিন্ন শহড়ে ছরিয়ে দিয়ে থাকে। কোন কোন সুত্র মতে গ্যাংটির প্রতিষ্ঠাতা ''আব্দুল্লাহ মালিক'' এবং তার লিবিয়ার শাসক ''মুয়াম্মার গাদ্দাফি'র সাথে বেশ ভাল সম্পর্ক ছিল। ১৩) Yakuza অথবা ''gokudō'' জাপানের একটি ক্রাইম অর্গানাইজেশন। জাপানি পুলিশ সাধারণ জনগণ এবং মিডিয়াকে গ্রুপটিকে bōryokudan (暴力団) বলে ডাকার অনুরুধ করে।

bōryokudan মানে হলো ''সহিংসতার গ্রুপ''। গ্রুপটি সদস্য সংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড়। এর সদস্য সংখ্যা এক লক্ষের উপরে। অতি প্রাচিন গ্রুপ হওয়ায় গ্রুপটি গড়ে উঠেছে বেশ শক্ত আইন কানুনের মাধ্যমে। গ্রুপটি নিজেদের মধ্যে অনেকটাই গণতন্ত্র মেনে চলে।

নেতা বাছাই থেকে শুরু করে সবধরনের বড় সিদ্ধান্ত সবার মতামতের ভিক্তিতেই নেয়া হয়। গ্রুপের লিডার হওয়ার জন্যও রয়েছে অনেক শর্তাবলি। সমাজের সব ধরনের মানুষের সাথে সবধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করেই তবে গ্রুপটিতে যোগ দেয়া যায়। জাপানের বড় বড় নাইটক্লাব গুলি তাদেরকে চাঁদা দিয়েই তবে চালাতে হয়। তাদের গ্রুপটিকে থিম করে জাপানে তৈরি হয়েছে বিভিন্ন ভিডিও গেমস।

তাদের গ্রুপের দুটি বিশেষত্ব রয়েছে। ১) সবার গায়েই ট্যাটু অন্কিত থাকা। ২) গ্রুপের বড় কোন পদ পেতে হলে নিজের যে কোন একটি আংগুল কেটে ফেলা। Click This Link ১৪) Hells Angels গ্রুপটির শ্লোগান হলো, ''যখন আমরা ভাল কাজ করি কেহ আমাদের স্নরণ করে না, যখন কোন খারাপ কাজ করি তখন কেহ সেটা ভুলে না''। এটি মুলত একটি মটরসাইকেল ক্লাব।

ক্লাবটি বিভিন্ন ধরনের মটর রেসের আয়োজনও করে থাকে। আমেরিক, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে এদের নেটওয়ার্ক রয়েছে। কোথাও কোথাও একে মটরসাইকেল গ্যাংগ ও বলা হয়। এরা ছিনতাই, অবৈধ ড্রাগস, ভাড়ায় খুন, লুট সহ সকল ধরণের অপকর্ম করে থাকে। ১৫) American Mafia একটি ইটালিয়ান আমেরিকান মাফিয়া।

> প্রতিষ্ঠার স্থান: নিউইয়র্ক। > দখল: সিসিলি। > প্রতিষ্ঠাকাল: ১৯৫০। > একটিভিটিস: ডাকাতি, সন্ত্রাসি, লুট, খুন, অস্ত্র পাচার, অবৈধ ড্রাগস, চোরাচালানি। বিস্তারিত জানতে> http://en.wikipedia.org/wiki/Sicilian_Mafia ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.