আমাদের কথা খুঁজে নিন

   

আব্বু তোমার মত হতে পারবো না।

অজানাকে জানতে পছন্দ করি। একটি মেয়ে আর তার বাবা একটি ব্রিজের উপর দিয়ে হেটে যাচ্ছে। ব্রিজের উপর ওঠার সময় মেয়েটির বাবা মেয়েটিকে বলল, আম্মু তুমি আমার হাত ধর। আগের পোষ্ট আবার নতুন করে দিলাম। সময় কম।

কিন্তু যখন দিয়েছিলমা তখন ব্লগে ছাপা হয়নি তাই আবার..................... মেয়ে: না বাবা তুমি আমার হাত ধর। বাবা জিজ্ঞেস করল, এই দুয়ের মাঝে পার্থক্য কি? মেয়েটি বলল, আমি ছোট, বিপদে পড়ে তোমার হাত ছেড়েও দিতে পারি। কিন্তু পৃথিবীর শত বিপদ আসলেও তুমি আমার হাত ছাড়বে না। এটা আমার নিজের গল্প না। অন্যের লেখা একটা গল্প পড়ে তুলে ধরলাম।

এখন যা বুঝি তা এরকম আমরা যেমন আমাদের বাবা মা তার উল্টো। বাবা সবসময় টাকশাল। আমাদের যত আবদার সব তার কাছেই। ঈদ আসলে আমরা বাইনা ধরি বাবা এমন একটা পোশাক দেখলাম দিতে হবে। বাবা ঠিক সুন্দর ভাবে আমাদের আবাদার রাখল।

কিন্তু খোজ নিয়ে দেখা গেল তিনি (বাবা) নিজের জন্য কিছুই নেননি। যদি জিজ্ঞেস করা হয় বাবা আপনি কিছু নেননি? বাবা সুন্দর ভাবে হেসে বলে আমার লাগবে না। সন্তানদের জন্য নিজের প্রয়োজনীয় জিনিসকে উৎসর্গ করে দেন। আমরা তা নিসার্থের মত গায়ে দিয়ে মজ মাস্তি করি। এখন অবাক লাগে।

আসলেই তোমার মত কেউ হবে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।