আমাদের কথা খুঁজে নিন

   

আব্বু তোমাকে খুব মনে পড়ছে....

একজন ৮০ বছরের বৃদ্ব বাবা তার ৪৫ বছর বয়স্ক উচ্চ শিক্ষিত ছেলের সাথে সোফায় বসে গল্প করছিল,হঁঠাৎ একটা কাক তাদের জানালার উপর এসে বসল। বৃদ্ব বাবা চোঁখে ভাল দেখেন না,জিঙ্গেস করল বাবা এটা কি?ছেলে উওর দিল এটা একটা কাক বাবা। কিছুক্ষন পরে বাবা দ্বিতীয় বার আবার জিঙ্গেস করল এটা কি বাবা?ছেলে তখন বললো এটা একটা কাক বাবা একটু আগে না বললাম। ঠিক কিছুক্ষন পরে তৃতীয় বার বৃদ্ব বাবা আবার জিঙ্গেস করল এটা কি বাবা?এবার ছেলের মেজাজ খারাপ হয়ে গেল,ছেলেটির গলায় বিরক্তি এসে গেল এবং সে সেটা তার ভাষায় প্রকাশ করল...এটা এ..ক..টা কাক,বুঝছেন?কা..........ক। বৃদ্ব বাবা কিছুক্ষন পরে চতুর্থবার আবার জিঙ্গেস করল এটা কি বাবা?এবার ছেলে আর নিজেকে ধরে রাখতে পারলোনা,চিৎকার করে উঠল ছেলেটি,কতবার বলেছি এটা একটা কাক,কানের মাথা খেয়েছেন?আমার কথা কি বুঝেন না আপনি?মেজাজ টাই খারাপ করে দিল সকাল বেলা..... একটু পরেই বৃদ্ব বাবা নিজের রুমে চলে গেলেন এবং কিছুঁক্ষন পরে হাতে একটি পুরাতন বাঁধানো ডায়েরী নিয়ে ফিরে এলেন যেটা তিনি তার ছেলের জন্মের পর থেকে নিজের কাছেই রেখেছিলেন।

ছেলের হাতে ডায়েরী দিয়ে পড়তে বললেন। ছেলেটি প্রথম পাতা খুলে দেখল আজ থেকে ৪২ বছর আগের লেখা,সেখানে লেখা আজ আমার তিন বছরের ছেলে আমার সাথে সোফা্য় বসে খেলছিল,হঁঠাৎ একটি কাক এসে জানালায় বসল। আমার ছেলে অবাক হয়ে ২৩ বার জিঙ্গেস করল এটা কি বাবা?আমি ২৩ বার তাকে বলেছি এটি একটি কাক বাবা। আমি তাকে আদর করে জরিয়ে ধরছিলাম আর চুমু দিয়ে তার একি প্রশ্নের উত্তর ২৩ বার দিয়েছিলাম। আমি এতে মোটেও বিরক্ত হইনি বরং আমার খুব অবাক লাগছিল আমার নিশপাপ ছেলের কৌতুহল দেখে........... যখন ছেলেটি বাবাকে ২৩ বার একি প্রশ্ন করল "এটা কি বাবা?"বাবার কোন বিরক্তি ছিল না ২৩ বার একি প্রশ্নের উত্তর দিতে কিন্তু আজ যখন বৃদ্ব বাবা মাএ ৪ বার একি প্রশ্ন করল ছেলেটি উত্তেজিত এবং বিরক্ত হয়ে গেল......... আমাদের বাবা মা যখন বৃদ্ব হয়ে যায় তখন তারা খুব একা হয়ে যায়,তাদেরকে আমরা বোঁঝা মনে না করি,আমরা তাদের সাথে একটু সুন্দর করে কথা বললে কি এমন ক্ষতি হ্য়?বাবা মা তো আর চিরকাল বেঁচে থাকবেনা।

একবার চলে গেলে আর হাজার কেঁদেও ফেরান যাবে না। একটু পিছনে ফিরে যাই না কেন,কত কষ্টই না করেছে আমাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য। নিজেরা না খেয়ে ভাল জিনিসটা আমাদের খাইয়েছেন,পড়িয়েছেন। আজ আপনি সমাজের উচু তলার বাসিন্দা কার আত্মত্যাগের বিনিময়ে?ভুলে যাবেন না তারাই আপনার বাবা মা। আজ বাবা দিবসে কি আমরা এই প্রতিঙ্গা করতে পারিনা ,আমাদের বাবা মা কে পৃথিবীর সুখী বাবা মা বানাব,তারা যতদিন বেঁচে থাকবে তাদের সাথে খারাপ ব্যাবহার করব না,তাদের কে কখন কটু কথা বলব না যতই তারা খারাপ ব্যাবহার করুক।

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ.......। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।