আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের আব্বু.......

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

আজ বাবা দিবস পালন করলাম,একটা বিশাল কার্ড কেনা হলো আব্বুর জন্য সাথে পিংকসিটি থেকে সত্যিকারের ফুলের দুইটা স্টিক।তারপর সবাই মিলে আব্বুকে দিলাম, আব্বু দাঁত বের করে হাসি দিল(ক্লোজআপহাসি) , কার্ডের রিবন খুলে পড়লো আর হাসি দিল........... খুব ভাল লাগছিল...... আর আব্বু আমাদের জন্য মুরগী পোলাউ,ডিম সালাদ নিয়ে আসলো সাথে দু'ধরনের স্পেশাল মিষ্টি...খাওয়া শেষে আব্বু আমাদের ছয় বোনকে দিল ৫০০ করে ৩০০০টাকা। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো...... পোস্ট করার আগে আব্বু ম্যাসেস পাঠালো তাকে কেন বাবা দিবসের শুভেচ্ছা মুবাইলে পাঠানো হয়নি ? জানতে পারলাম সবাই যার যার মুবাইলে আব্বুকে শুভচ্ছা জানায়েছে আমি বাদে......আব্বু এখনো আমারটার অপেক্ষায়,আমার মুবাইলে স্কীনে সমস্যা থাকায় সিম অন্যটায় বদলে জলদি এক রুম থেকে অন্যরুমে আব্বুকে শুভেচ্ছা জানালাম...স্যারি বললাম কেন দেরীতে এস.এম.এস দিলাম.... সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন সাথে আম্মুর জন্যও.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।