আমাদের কথা খুঁজে নিন

   

ভিনগ্রহের প্রাণী খুঁজতে নতুন ওয়েবসাইট

এসো তরুন আমরা সবাই এক হই, আর একবার যুদ্ধ করি এ পুরানো রাজানীতির সংগে সম্প্রতি নতুন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে যার মাধ্যমে ভিনগ্রহের প্রাণী খোঁজার কাজে অংশ নিতে পারবেন যে কোনো স্বেচ্ছাসেবক। খবর বিবিসির। সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেটি (SETI - সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইনটেলিজেন্স) কর্তৃক তৈরি করা এই সাইটের ঘোষণা দেয়া হয় লস এঞ্জেলসে অনুষ্ঠিত টেড (TED - টেকনোলজি, এন্টারটেইনমেন্ট অ্যান্ড ডিজাইন) কনফারেন্সে। এর মাধ্যমে যারা অংশ নেবেন, তাদেরকে অস্বাভাবিক কোনো সিগন্যাল খুঁজতে হবে। এই ওয়েবসাইট তৈরির কারণ হিসেবে বলা হয়েছে, মানুষের মস্তিষ্ক সেসব সিগনাল ধরতে পারবে যা স্বয়ংক্রিয় সিস্টেম হয়তো মিস করবে। নতুন এই প্রকল্প পরিচালনা করছেন ড. জিলিয়ান টার্টার যিনি সেটি ইনস্টিটিউটের সেন্টার ফর সেটি রিসার্চের পরিচালক। তিনি জানিয়েছেন, অতিরিক্ত সিগন্যাল থাকার কারণে স্বয়ংক্রিয় সিস্টেমগুলো অনেক ফ্রিকোয়েন্সিকেই বাদ দিয়ে চলে। অন্যদিকে মানুষ সারাক্ষণ মনিটর করলে সেগুলোও ধরা পড়ার সম্ভাবনা বেড়ে যায়। মূলত এই লক্ষ্যেই নতুন ওয়েবসাইটটি তৈরি হয়েছে বলে জানান তিনি। সাইটটির ঠিকানা- http://www.setilive.org/ বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এআইএস/ওএস/এইচবি/মার্চ ৫/১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.