আমাদের কথা খুঁজে নিন

   

ভিনগ্রহের দেহপসারিণী!

এক দিনের জন্য নায়ক হতে চাই । সমকাল ডেস্ক নেভাদাই যুক্তরাষ্ট্রের একমাত্র রাজ্য যেখানে পতিতালয়ের আইনত স্বীকৃতি রয়েছে। সেখানে মধুকুঞ্জে নিয়মিত যাতায়াতকারীর সংখ্যাও কম নয়। তবে নিয়মিত গেলেও সেখানে যা পাওয়া যায় তাতে সবাই সন্তুষ্ট নাও থাকতে পারেন। আরও ভিন্নতা, আরও রোমাঞ্চের প্রতি খদ্দেরদের আকর্ষণ থাকতেই পারে।

তেমন রোমাঞ্চপিপাসুদের জন্য নেভাদায় এবার চালু হচ্ছে বিশেষ এক পতিতালয়। সেখানে শুধু ভিনগ্রহের ললনাদেরই পাওয়া যাবে! মার্কিন রিয়েলিটি শো তারকা ডেনিস হফ চালু করছেন 'দ্য এরিয়া ৫১ এলিয়েন কেথহাউস' বা ভিনগ্রহের বেশ্যালয়। আগামী মাসে চালু হতে যাওয়া এ পতিতালয়ের ললনাদের দেখলেই বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক সিনেমায় দেখা নারীদের মতোই কাউকে দেখছেন বলে মনে হবে। তাদের গায়ের ও পোশাকের রং হবে ভিনগ্রহের ওই নারীদের মতোই। রংটি সবুজ হওয়ার সম্ভাবনাই বেশি।

তাদের পোশাক ও সাজসজ্জার দায়িত্ব পেয়েছেন হলিউডের এক সময়ের খ্যাতিমান দেহপসারিণী হেইডি ফ্লেইস। শুধু ললনাদের গায়ের রং বা পোশাকই নয়, ওই বাড়িতে ফলমূল, সস, ক্যান্ডি যা থাকবে সব কিছুর মধ্যেই ভিনগ্রহের আমেজ থাকবে। ডেনিস হফ পাঁচটি পতিতালয়ের মালিক। নতুন প্রজেক্টটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.